প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৫, ১১:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২২, ২০২৫, ৪:৩০ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে বিরল সিংহ বানর উদ্ধার: দ্রুত পদক্ষেপে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন

তাপস দাশ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রাধানগর এলাকার লিচিবাড়ি রিসোর্টের কাছে শনিবার (২২ নভেম্বর) দুপুরে এক আহত সিংহ বানর পড়ে থাকতে দেখা যায়। রিসোর্ট কর্তৃপক্ষ প্রাণীটির দুরবস্থা বুঝতে পেরে দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেয়।
সংবাদ পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে আহত প্রাণীটিকে উদ্ধার করেন। পর্যবেক্ষণে তারা নিশ্চিত করেন—এটি একটি Northern pig-tailed macaque, যাকে স্থানীয়ভাবে সিংহ বানর বা উল্টোলেজি বানর নামে চেনা হয়।
বাংলাদেশে এই প্রজাতির উপস্থিতি অত্যন্ত কম এবং জাতীয় লাল তালিকায় এটি সংকটাপন্ন হিসেবে চিহ্নিত। মুখমণ্ডলের কেশরসদৃশ লোম, শক্ত গঠন ও ছোট লেজ এর প্রধান লক্ষণ। লাউয়াছড়া জাতীয় উদ্যান এদের অন্যতম আশ্রয়স্থল হলেও বিভিন্ন হুমকির কারণে এদের সংখ্যা দ্রুত কমছে।
উদ্ধারকারী দলের ধারণা, বানরটি সংঘর্ষ কিংবা কোনো কঠিন বস্তুর আঘাতে আহত হতে পারে। উদ্ধার শেষে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। পরে প্রাণীটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়, যেখানে তার অবস্থা পর্যবেক্ষণ করে পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে।
বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলছেন, সিংহ বানর দেশের সবচেয়ে বিপন্ন প্রাইমেটগুলোর একটি। আবাসস্থল ধ্বংস, খাদ্যাভাব ও মানব-অনুপ্রবেশ তাদের টিকে থাকার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এই উদ্ধার অভিযান প্রজাতিটির সংরক্ষণে নতুন গুরুত্ব যোগ করবে বলে তারা মনে করেন।
উদ্ধারকারী দল আশাবাদী—যথাযথ পরিচর্যায় আহত বানরটি সুস্থ হয়ে আবার প্রাকৃতিক পরিবেশে ফিরতে পারবে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.