প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৯, ২০২৫, ১২:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৮, ২০২৫, ১১:২৭ অপরাহ্ণ
ভোলায় উৎসবমুখর আয়োজনে দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গাজী তাহের লিটন, ভোলা:
ভোলায় দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আনন্গমুখর আয়োজনে মধ্যদিয়ে উদযাপিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) সকালে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনটি সাংবাদিকদের এক মিলনমেলায় রূপ নেয়। বিভিন্ন জাতীয় দৈনিক ও টেলিভিশন চ্যানেলের সাংবাদিকদের উপস্থিতিতে পুরো পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। নতুন কাগজ জেলা প্রতিনিধি মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ভোলা জেলা প্রতিনিধি খলিল উদ্দিন ফরিদ।
পত্রিকাটির এক বছরের ইতিবাচক ভূমিকা তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি দৈনিক আজকের ভোলার সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক, ভোলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম. এ তাহের, দৈনিক অমৃতলোক পত্রিকার সম্পাদক-প্রকাশক আহাদ চৌধুরী তুহিন, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি এ্যাড. শাহাদাত হোসেন শাহিন, ভোলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বাসস জেলা প্রতিনিধি আল আমিন শহরিয়ার এবং দৈনিক আমার দেশ জেলা প্রতিনিধি মো. ইউনুছ শরীফ।
বক্তারা রূপালী বাংলাদেশের দায়িত্বশীল সাংবাদিকতার প্রশংসা করেন। এবং ভবিষ্যতে আরও অগ্রগতি ও সাফল্য কামনা করেন।এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন : জিটিভি ও দৈনিক যুগান্তর জেলা প্রতিনিধি এম হেলাল উদ্দিন, দেশ টিভি ও বাংলানিউজ প্রতিনিধি ছোটন সাহা, যমুনা টিভি প্রতিনিধি জুয়েল সাহা, দৈনিক সংগ্রাম প্রতিনিধি মো. আবদুর রহমান হেলাল, ডেইলি সান প্রতিনিধি মো. বশির আহমেদ, দৈনিক স্বদেশ প্রতিদিনের হারুণ অর রশিদ (সুমন), দৈনিক জনকণ্ঠের মো. বেল্লাল নাফিজ, দৈনিক বাংলাদেশের আলো প্রতিনিধি হারুণ হাওলাদার শিমুল, বিজয় বাংলাদেশ প্রতিনিধি মো. মাহে আলম, দৈনিক ঢাকা প্রতিনিধি মো. আব্দুল কাদের লিটন শেখ, আলোকিত সকাল প্রতিনিধি মো. নুরুজ্জামান টিপু, দৈনিক রূপালী দেশ প্রতিনিধি মো. ছানা উল্লাহ, সংবাদ সকালের প্রতিনিধি, রিয়াজ শান্তসহ আরও অনেকে।বিভিন্ন জাতীয় দৈনিক, টেলিভিশন চ্যানেল ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
সাংবাদিক নেতারা রূপালী বাংলাদেশের এই উদ্যোগকে ব্যতিক্রমধর্মী উল্লেখ করে বলেন—সাধারণত সংবাদ মাধ্যমের আয়োজনে প্রশাসনিক বা রাজনৈতিক নেতাদের উপস্থিতি বেশি দেখা যায়; কিন্তু রূপালী বাংলাদেশ শুধুমাত্র সাংবাদিকদের নিয়ে যে আয়োজন করেছে, তা প্রশংসনীয়। এতে সাংবাদিক নেতাদের যথাযথ মর্যাদা ও সম্মান দেওয়া হয়েছে, যা সত্যিই উল্লেখযোগ্য।
সফল এই আয়োজনের মধ্য দিয়ে রূপালী বাংলাদেশ তার প্রতিষ্ঠাবার্ষিকীকে পরিণত করেছে সাংবাদিক সমাজের এক অনুপ্রেরণামূলক মিলনমেলায়।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.