প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৫, ৭:০২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২, ২০২৫, ৪:৫১ অপরাহ্ণ
টাংগাইলের নাগরপুরে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

এম.এ.মান্নান,নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:
টাঙ্গাইলের নাগরপুরে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরে কর্মরত পরিবার কল্যাণ সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ পরিদর্শিকারা অবস্থান কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী নাগরপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় নাগরপুর পরিবার কল্যাণ পরিদর্শিকা শোভা বিশ্বাস, পাকুটিয়া ইউনিয়নের সহকারি জাহানারা আক্তার ও দপ্তিয়র ইউনিয়নের মো. মনিরুল ইসলামসহ কর্মরত সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে অংশ নেওয়া কর্মীরা জানান, এর আগে বিভিন্ন সময়ে নিয়োগবিধি বাস্তবায়নের আশ্বাস দেওয়া হলেও কোনো কার্যকরী পদক্ষেপ এখনো পর্যন্ত নেওয়া হয়নি। এরই জেরে আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। বাংলাদেশ পরিবার কল্যাণ সহকারী কর্মকর্তারা আরো বলেন বলেন,‘নিয়োগবিধি একজন সরকারি চাকরিজীবীর মৌলিক অধিকার। আমরা দীর্ঘদিন ধরে সেই নিয়োগবিধি থেকে বঞ্চিত। যে পদে চাকরি শুরু সেই পদে থেকেই অবসর গ্রহণ করতে হয়। বৈষম্যহীন বর্তমান বাংলাদেশে এ যেন বৈষম্যের চরম নজির। তাই আমাদের নিয়োগবিধি দ্রæত সময়ের মধ্যে বাস্তবায়ন করে এই বৈষম্য নিরসন করা হোক।’ তা না হলে দাবী পুরোন না হওয়া পর্যন্ত আমরা আমাদের এই কর্মসূচী পালন করে যাবো।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.