প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১১, ২০২৫, ৩:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১০, ২০২৫, ১:১৬ পূর্বাহ্ণ
লোহাগাড়ায় চলাচলের রাস্তায় বাঁধা, বসতবাড়ি ভাঙচুর করে লুটপাটের অভিযোগ

ফাহাদ,লোহাগাড়া (চট্টগ্রাম):
চট্টগ্রাম লোহাগাড়া উপজেলা আধুনগর এলাকায় বসতবাড়ির চলাচল রাস্তা নিয়ে শামিম আক্তার (২৭) এর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট এবং বাড়ির সবাইকে হামলা করার অভিযোগ উঠেছে।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেল ৮ টার সময় উপজেলার আধুনগর ইউনিয়নের মেহেরুনিছা বড় পাড়ায় এ ঘটনা ঘটে।
অভিযোগকারী শামিমা আক্তার উপজেলার আধুনগর ইউনিয়নের মেহেরুন্নিছা বর পাড়া এলাকার মোস্তাক আহমেদ মেয়ে।
অভিযোগকারী শামিম আক্তার জানান, প্রতিপক্ষগণ আমাদের চলাচল পথে বাঁধা প্রয়োগ করে। এক পর্যায়ে প্রতিপক্ষগণ আমাদের ওপর হামলা করে বাড়ি ভাংচুরসহ ২ লাখ টাকা ৭ ভরি স্বর্ণ নিয়ে যায়।
এবিষয়ে মঙ্গলবার বিকেলেই ভুক্তভোগী শামীমা আক্তার বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২- ৩ জনকে আসামি করে লোহাগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন, নাজিম উদ্দীন (৪০), জসিম উদ্দিন (৪৫), তারা উভয়ই একই এলাকার ফজল করিমের পুত্র। রিদুয়ানুল হক ইমন (২৩), সে একই এলাকার কামাল উদ্দিনের পুত্র। সুমাইয়া (২২), সে একই এলাকার নুর আমিনের কন্যা। ছেনু আরা (৪০)৷ সে একই এলাকার কামাল উদ্দিনের স্ত্রী।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য আনোয়ারা বেগম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। শামিম আক্তারের বাড়ির ভাঙচুর ও বাড়ির সকল আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখা যায়।
লোহাগাড়া থানার এসআই রবিউল ইসলাম জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করি। বাড়ি ভাঙচুর ও আসবাবপত্র অগোছালো অবস্থায় দেখা গেলেও ঘটনাকালীন কি ঘটেছিল তা কোন সঠিল প্রমাণ পাওয়া যায়নি।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.