ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের রশিদের পাড়া সমাজ কল্যাণ সোসাইটির উদ্দ্যোগে ডে- নাইট শর্টপিচ টুর্ণামেন্ট উদ্বোধন হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকাল ৪ টায় লোহাগাড়া রশিদের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ উদ্বোধনী ম্যাচে শাহ মোহাম্মদ পাড়া বনাম ভাই ভাই ক্রিকেট একাদশ টিম অংশ গ্রহন করেন।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন লোহাগাড়া রশিদের পাড়ার কৃতি সন্তান মঈনুদ্দিন মানিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক ও আব্বাস টাওয়ারের সত্ত্বাধিকারী মোহাম্মদ আব্বাস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ফাহাদ চৌধুরী, বিশিষ্ট ফুটবলার ও ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান ও ব্যবসায়ী আমির হোসেন।
লোহাগাড়া উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও খেলার প্রধান উদ্দ্যেক্তা তাইফুল ইসলাম সহ সাকিবুল হাছান, মোহাম্মদ জিসান, আব্দুল্লাহ বিন হোসাইন ও আব্দুল্লাহ বিন মুহিদ এর সার্বিক তত্বাবধানে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। লোহাগাড়া ইয়াং সোসাইটির পৃষ্ঠপোষকতায় মরহুম মহি উদ্দিন চৌধুরী বাবর এর অনুপ্রেরণায় খেলাটি পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন খেলা আয়োজক কমিটি।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.