প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৫, ১০:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৫, ১০:৫০ অপরাহ্ণ
শহীদ শরিফ ওসমান হাদীর স্মরণে নাগরপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদীর স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) বাদ মাগরিব উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুব জামায়াতের সভাপতি ডা. এম. এ. মান্নান, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি হাফেজ আজিম উদ্দিন, ব্যবসা বিভাগের সভাপতি আব্দুর রশিদ হারুন, নাগরপুর সদর ইউনিয়ন জামায়াত সভাপতি মো. ইমরান হোসাইন, সেক্রেটারি মো. মিজানুর রহমান, উপজেলা যুব জামায়াতের অফিস ও মিডিয়া সম্পাদক মো. আব্দুস সবুর, সদর ইউনিয়ন যুব জামায়াত সভাপতি মো. সাইদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসমঢ বক্তারা বলেন, শহীদ শরিফ ওসমান হাদী ছিলেন সত্য ও ন্যায়ের পথে অবিচল একজন আদর্শবান কর্মী। ইসলামী আন্দোলনের জন্য তাঁর আত্মত্যাগ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।শহীদদের রক্ত কখনো বৃথা যায় না; বরং তা অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামকে আরও বেগবান করে।
বক্তারা আরও বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ঈমানি দৃঢ়তা, ধৈর্য ও আত্মত্যাগের মানসিকতা প্রয়োজন। যুব সমাজকে শহীদদের আদর্শ ধারণ করে সমাজ ও রাষ্ট্র গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে শহীদ শরিফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.