ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠ, নিরপেক্ষ করতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে চট্টগ্রামে-১৫ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী নাজমুল মোস্তফা আমিন মতবিনিময় করেন।
শনিবার (২৭ ই ডিসেম্বর) সকাল ১১ টায় লোহাগাড়ার অভিজাত রেস্টুরেন্ট গ্রান্ট মাশাবির হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে নাজমুল মোস্তফা আমিন বলেন, ৫ ই আগস্ট চট্টগ্রামের লোহাগাড়া থানা থেকে লুন্ঠিত হওয়া অস্ত্র উদ্ধার করে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা,সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে হয়রানি বা গ্রেফতার না করার জন্য আহবান জানান, প্রশাসন অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যার্থ হলে সেন্টার ভিত্তিক রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার আশংকা রয়েছে। বর্তমান একটি গোষ্ঠী বিভিন্ন এলাকায় ভিতি সৃষ্টি করে যাচ্ছে সাধারণ জনগণ এতে খুবই শংকিত যা সুষ্ঠু নির্বাচনে ব্যাঘাত ঘটাবে। ইতিমধ্যে লোহাগাড়ায় একটি দল বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তা যারা নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দ্বায়িত্ব পালন করার সম্ভবনা রয়েছে তাদের প্রশিক্ষণ দিচ্ছে কিভাবে নির্বাচনে তাদের প্রার্থীকে জয়ী করা য়ায়। লোহাগাড়ায় যারা দ্বায়িত্ব পালন করবে তাদেরকে যেন অন্য উপজেলা থেকে আনা হয়। সাতকানিয়া - লোহাগাড়ার জনগণ তাদের পবিত্র আমানত ভোট প্রদান করে নির্বাচিত করলে বিএনপি কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি আধুনিক এলাকা উপহার দিব। লোহাগাড়ার জনগণের প্রাণের দাবি যানজট মুক্ত বটতলী শহর, বটতলী শহরে পাবলিক টয়লেট স্থাপন, বাসটার্মিনাল নির্মাণ, এলাকার প্রত্যন্ত অঞ্চলের অবহেলিত সড়কের উন্নয়ন, অর্থনৈতিক অস্বচ্ছলতার অভাবে লেখা পড়া করতে না পারা মেধাবী শিক্ষার্থীদের অতীতের ন্যায় সহযোগিতা করে যাব এক কথায় আধুনিক শহর গঠন করার জন্য যা প্রয়র তা করব। সাংবাদিকদের তার পাশে থেকে ভূল ত্রুটির হলে ধরিয়ে দিতে এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য পরামর্শ ও সহযোগিতা দেওয়ার আহবান জানান নাজমুল মোস্তফা আমিন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফৌজুল কবির ফজলুর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসহাব উদ্দীন চৌধুরী। আহবায়ক কমিটির সদস্য এস এম সেলিম উদ্দিন খোকন চৌধুরী, সালাহ উদ্দীন সোহেল।
এই সময় লোহাগাড়ার কর্মরত সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.