প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৫, ১০:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৫, ৯:৪৪ অপরাহ্ণ
বাঘায় সাংবাদিকদের সাথে অধ্যক্ষ নাজমুল হক এর মতবিনিময়

দোয়েল, বাঘা,রাজশাহী, প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসন জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমূল হক।
শনিবার (২৭ ডিসেম্বর রোজ শনিবার) দুপুরে উপজেলা জাগ্রত বাঘা শাখা কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমীর আব্দুল্লাহ আল মামুন নুহু এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জামায়াত মনোনীত সাংসদ প্রার্থী রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও চারঘাট কারিগরী কলেজের অধ্যক্ষ নাজমুল হক। তিনি বলেন, গণমাধ্যমকর্মী তথা সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক ও সমাজের দর্পণ। দেশ স্বাধীনের পর থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রামে সাংবাদিকদের ভূমিকা ছিলো প্রশংসনীয়। আপনাদের কাছে আমাদের প্রত্যাশা এবং দাবি আপনারা নির্বাচনীকালিন সময় নিরপেক্ষ ভূমিকা রেখে অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন।
আরও উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিন্নাত আলী, বাঘা পৌর জামায়াতের আমীর অধ্যাপক সাবদার হোসেন, বাঘা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার রেজাউল করিম, সাধারণ সম্পাদক সবুজ মাহমুদ প্রমুখ। উপজেলা জামায়াতের সাবেক আমীর ও বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিন্নাত আলী বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে থাকবে। দল-মতের ঊর্ধ্বে থেকে সাধারণ মানুষের কথা তুলে ধরবে, এটাই সাংবাদিকদের প্রধান দায়িত্ব।
উপজেলা জামায়াতের আমীর আব্দুল্লাহ আল মামুন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী সরকার গঠন করলে সাংবাদিকদের মতামতকে প্রাধান্য দিয়ে সর্বদলীয় মানুষের চাওয়া-পাওয়া ও সুচিন্তিত মতামতের ভিত্তিতে দেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়ন করা হবে। তিনি আরও সাংবাদিকের কোন বন্ধু থাকতে পারে না। তিনি আরও বলেন, আদর্শিকভাবে আপনি যে দলেরই হন পেশাগত দায়িত্বে আপনি কতটুকু স্বচ্ছ, সেটাই হলো দেখার বিষয়। সভায় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, সুশাসন, সংবাদমাধ্যমের দায়িত্ব ও ভূমিকা এবং আগামীর রাজনৈতিক কর্মসূচি নিয়ে খোলামেলা আলোচনা করা হয়।
এসময় সময় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মিডিয়ার গণমাধ্যমে কর্মীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাঘা উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক সাইফুল ইসলাম।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.