এম.এ.মান্নান,নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:
সারাদেশের ন্যায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলাতেও নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টেলিভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে নাগরপুর উপজেলার কুটুমবাড়ি রেস্টুরেন্টে এ উপলক্ষে দোয়া মাহফিল, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
বৈশাখী টেলিভিশনের নাগরপুর প্রতিনিধি মো. জসিউর রহমানের সভাপতিত্বে এবং সাংবাদিক মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা,উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল রানা প্রমুখ।
অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মো. এরশাদ মিয়া, আমজাদ হোসেন রতন, ডা. এম. এ. মান্নান, মো. নজরুল ইসলাম, এস. এম. আনোয়ার হোসেন, আজিজুল হক বাবু, মো.তোফাজ্জল হোসেন তুহিন,তারিকুল ইসলাস,মনিরুল ইসলাম, আব্দুল্লাহ খিজির,মো. হারুন, জীবন, মো. হালিম, মো. শুকুর আলী প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও দেশীয় সংস্কৃতি তুলে ধরার ক্ষেত্রে বৈশাখী টেলিভিশনের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। তারা আশাবাদ ব্যক্ত করেন যে,ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রেখে চ্যানেলটি আরও এগিয়ে যাবে।