প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৫, ১০:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৫, ৯:৫৩ অপরাহ্ণ
নাগরপুরে মরণফাঁদে পরিণত হয়েছে বেকড়া কোনাবাড়ি ব্রিজ সংস্কারের অপেক্ষায় হাজারো মানুষ

এম.এ.মান্নান,নাগরপুর (টাঙ্গাইল)সংবাদদাতা:
টাঙ্গাইল নাগরপুর উপজেলার তেবাড়িয়া-সলিমাবাদ রোডের বেকড়া কোনাবাড়ি এলাকার গুরুত্বপূর্ণ একটি ব্রিজের রেলিং ভেঙে মরণফাঁদে পরিণত হয়েছে। গত ২১ ডিসেম্বর ২০২৫ রবিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজটির দুই পাশের রেলিং দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় পড়ে আছে, যা সাধারণ মানুষের চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয়দের অভিযোগ, গত কয়েক বছর ধরে ব্রিজটি এই জরাজীর্ণ অবস্থায় থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো নজরদারি নেই। প্রতিদিন এই সড়ক দিয়ে কয়েক হাজার মানুষ এবং বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। রেলিং না থাকায় রাতের অন্ধকারে বা ঘন কুয়াশার মধ্যে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন চালক ও পথচারীরা।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, ব্রিজটি এই অঞ্চলের যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
স্থানীয় একজন বাসিন্দা বলেন, "ব্রিজটির রেলিং না থাকায় আমরা সবসময় আতঙ্কে থাকি। বিশেষ করে শিশু ও বয়স্কদের নিয়ে পার হওয়া খুবই ঝুঁকিপূর্ণ। আমরা দ্রুত এর সংস্কার চাই।"
এ বিষয়ে নাগরপুর উপজেলা প্রকৌশলী মোঃ তোরাপ আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। প্রকৌশলী জানান টেন্ডার পাঠানো হয়েছে ঠিকাদার আসলে সংস্থার কাজ করা হবে।
সাধারণ মানুষকে আর কতদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হবে, সেটিই এখন বড় প্রশ্ন। স্থানীয় সচেতন মহল মনে করছেন, কোনো বড় দুর্ঘটনা ঘটার আগেই কর্তৃপক্ষের উচিত জরুরি ভিত্তিতে বিশেষ বরাদ্দের মাধ্যমে ব্রিজের রেলিংগুলো মেরামত করা।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.