প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২৫, ৪:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২৫, ১:৪৭ পূর্বাহ্ণ
খালেদা জিয়ার মৃত্যতে বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট কেন্দ্রীয় ও সিলেট জেলা কমিটির শোক

উৎপল বড়ুয়া:
বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট কেন্দ্রীয় ও সিলেট জেলা কমিটির পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন গণতন্ত্রের প্রতীক ও এদেশের জনপ্রিয় রাজনৈতিক নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র প্রয়াণ সংবাদে আমরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।
গণতন্ত্র পুনরুদ্ধার, বহুদলীয় রাজনীতি সুসংহতকরণ, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক, যিনি স্বৈরাচারবিরোধী আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রেখে দেশকে একটি গণতান্ত্রিক ধারায় এগিয়ে নিতে নিরলস সংগ্রাম করেছেন।
তাঁর নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের সকল ধর্ম-বর্ণ গোষ্ঠীর মানুষের অধিকার ও মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ দেশের বৌদ্ধ সম্প্রদায়সহ দেশের সকল জনগোষ্ঠীর প্রতি তাঁর উদার ও সহনশীল দৃষ্টিভঙ্গি জাতির জন্য এক অনন্য দৃষ্টান্ত।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে জাতি এক অভিভাবকতুল্য নেত্রীকে হারাল। তাঁর শূন্যতা সহজে পূরণ হবার নয়। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, ত্যাগ ও নেতৃত্ব আগামী প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।
মঙ্গলবার ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে এক শোকবার্তায় ফ্রন্ট নেতৃবৃন্দ বলেন, বেগম জিয়া দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অতন্দ্র প্রহরী ছিলেন, তিনি ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিচ্ছেদ্য অংশ। তার অবদান দেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।তাঁরা বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবার, বিএনপির নেতাকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান।
নেতৃবৃন্দ আরও বলেন, এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। জাতি আজ এক অভিভাবক রাজনৈতিক নেত্রীকে হারালো।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শুধু দেশ নয় সারা বিশ্বজুড়ে শোকের আবহ নেমে এসেছে। রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.