প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৫, ১২:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ৮:০০ অপরাহ্ণ
এনআইডি নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে বাঘায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন

দোয়েল,বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে রাজশাহীর বাঘায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১১ টায় উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় এর সামনে কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েশন এর আয়োজন করে।
উপজেলা নির্বাচন অফিসার গোলাম আযম বলেন, ২০০৭-২০০৮ সালে সশস্ত্র বাহিনির সহযোগিতায় বাংলাদেশ নির্বাচন কমিশন ৮ কোটি ১০ লাখ নাগরিকের ড্রেমোগ্রাফিক ও বায়োমেট্রিক তথ্য সম্বলিত এক সুবিশাল ভোটার ডাটাবেজ তৈরী করে। যা পৃথিবীর ইতিহাসে অন্যন্য এক নজির। ইউএনডিপির সমিক্ষা অনুসারে ভোটারদের এই ডাটা ৯৯.৭ শতাংশ সঠিক মর্মে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে।
এই (এনআইডি) সেবা নির্বাচন কমিশন থেকে সরিয়ে অন্য সংস্থায় নেওয়ার ষড়য়ন্ত্র চলছে। এতে এই সেবা নিরাপত্তা ঝুকিতে পড়বে ডাটা ডুপ্লিকেশন ও ডাটাবেজ ম্যানুপুলেশন হওয়ার অশঙ্কা রয়েছে। ডাটাবেজ সুরক্ষার স্বার্থে (এনআইডি) সেবা নির্বাচন কমিশনে রাখার দাবি তাদের।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, সহকারি প্রোগ্রাম অফিসার ও ডাটা এন্টি অফিসারসহ সংশ্লিষ্টরা।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.