প্রেস বিজ্ঞপ্তি,
জাতীয় নির্বাচনের আগে শেখ হাসিনাসহ গণহত্যায় অভিযুক্তদের বিচার, সংস্কার ও স্থানীয় ভোট আয়োজনের দাবি জানিয়েছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ ও সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকী।
রবিবার (২০ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ এ দাবি জানান ।
নেতৃদ্বয় বলেন, শহীদদের রক্তের দায় কোনো অবস্থাতেই ক্ষমা করা যায় না। আওয়ামী লীগের বিচার করেই শহীদদের রক্তের ঋণ শোধ করতে হবে। কোন রাজনীতি, কোন অজুহাত বা কোন কূটকৌশলে শহীদদের রক্ত ও জীবনকে বিক্রি করে দিলে ইতিহাস তাদের ক্ষমা করে না।
তারা বলেন, রক্তের দায় যারা অস্বীকার করে তাদের শাস্তি ভোগ করতেই হয়। তাই ২৪ এর গণআন্দোলনসহ বিগত বছরগুলোতে যারা হত্যা, গুম, জুলুম ও নিপীড়নের সঙ্গে সম্পৃক্ত ছিল তাদের বিচার করতেই হবে এবং আগামীতে যেন কোনো স্বৈরাচার জন্ম নিতে না পারে সেজন্য রাষ্ট্র সংস্কার করে সংখ্যানুপাতিক পদ্ধতিতে দ্রুত নির্বাচন দিতে হবে।
যাদের ভোট কেটে বিজয়ী হওয়ার আকাঙ্ক্ষা রয়েছে তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না বলে দাবি করে নেতৃদ্বয় বলেন, কেউ কেউ ভাবে এখন নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার যদি নির্বাচন করে দেয়; তাহলে নিরপেক্ষ নির্বাচন হলে তো চাঁদাবাজ-মাস্তানরা জিততে পারবে না। ফলে তারা যদি কায়দা করে যাইতে পারে কেটেকুটে তাহলে আবারও পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা ওগুলোও কেটেকুটে নিয়ে নেবে।
তারা বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে; এমন বেশ কিছু রাজনৈতিক দলের মধ্যেও ফ্যাসিবাদের প্রেতাত্মারা বাসা বেঁধেছে। নাগরিক দুর্ভোগ কমাতে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করতে হবে।
সবশেষে নেতৃদ্বয় বলেন, প্রয়োজনে আবার জুলাই বিপ্লব হবে, তবুও গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগের পুনর্বাসন এ মাটিতে হবে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আর কোনোভাবেই বাংলার মাটিতে রাজনীতির সুযোগ দেয়া হবে না।
বার্তা প্রেরক,মুফতী আবু বকর সিদ্দিক,কেন্দ্রীয় প্রচার সম্পাদক
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.