প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৫, ৮:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৪, ২০২৫, ৬:২৫ অপরাহ্ণ
কালীগঞ্জে খাদ্যবান্ধব ডিলারদের সাথে আলোচনা সভা

তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর
গাজীপুরের কালীগঞ্জে খাদ্যবান্ধব ডিলারদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচির কার্যক্রম আরও কার্যকর ও স্বচ্ছভাবে বাস্তবায়নের লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ।
সভায় স্থানীয় জনপ্রতিনিধিসহ উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের সকল খাদ্যবান্ধব ডিলার এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আলাউদ্দিন ঢালী, সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে ডিলারদের দায়িত্বশীলতা ও সেবার মান বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন।
সভায় কর্মসূচি বাস্তবায়নে ডিলারগণ তাদের মতামত ও বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন এবং প্রশাসনের পক্ষ থেকে তাদের সমস্যা সমাধানে আশ্বাস দেওয়া হয়। এছাড়া, সঠিক সময়মতো খাদ্য বিতরণ, ওজনে যথার্থতা ও কার্ডধারীদের প্রতি সম্মানজনক আচরণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
ইউএনও তনিমা আফ্রাদ বলেন, "খাদ্যবান্ধব কর্মসূচি দেশের অসহায় ও নিম্ন আয়ের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ কর্মসূচির সফল বাস্তবায়ন নিশ্চিত করতে ডিলারদের স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।"
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.