সাইফুল ইসলাম সুমন, জুড়ীঃ
মৌলভীবাজারের জুড়ীতে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস -২০২৫ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১লা মে) জুড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালী অনুষ্ঠিত হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জুড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার।
এতে বক্তব্য রাখেন- জুড়ী থানার অফিসার ইনচার্জ মো. মুরশেদুল আলম ভূঁইয়া, উপজেলা কৃষি অফিসার মাহমুদুল আলম খান, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোস্তাকিম হোসেন বাবুল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম (তারা মিয়া), জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, পশ্চিমজুড়ী ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন ভূঁইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মিজানুর রহমান, ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, জায়ফরনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক রেজান আলী, ছাত্রনেতা আফজাল হোসেন প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, এই দিনটি শ্রমজীবী মানুষের অধিকারের প্রতীক। শ্রমিকদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তার ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সুরক্ষিত কর্মপরিবেশ গড়ার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.