রাবিতে করোনা পরিস্থিতিতে ক্লাস ও পরীক্ষা নেয়া সংক্রান্ত জরুরী সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২২

রাবিতে করোনা পরিস্থিতিতে ক্লাস ও পরীক্ষা নেয়া সংক্রান্ত জরুরী সভা অনুষ্ঠিত

 

 

 

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্রমবর্ধমান করোনা পরিস্থিতিতে ক্লাস ও পরীক্ষা কি ভাবে নেয়া হবে এ সংক্রান্ত জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
সভা থেকে চলমান করোনা পরিস্থিতিতে আপাতত অনলাইনে ক্লাস নেয়ার পক্ষে মত দেননি।ফলে স্বশরীরেই চলবে ক্লাস ও পরীক্ষা। তবে ক্লাসের সংখ্যা কমানো কিংবা পরিবর্তনের সিদ্ধান্ত নেবে বিভাগগুলো।
আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত এই সভায় অংশ নেন, ভিসি ও প্রোভিসিসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা, সকল অনুষদ অধিকর্তা, বিভাগ গুলোর সভাপতি ও ইনস্টিটিউটের পরিচালকরা। আলোচনায় অনলাইন ক্লাসের পক্ষে বিপক্ষে কথা বলেন শিক্ষকরা।
এছাড়াও অনেকেই স্ব- শরীরে ক্লাসের পক্ষে কথা বলেন। গুরুত্ব দেয়া হয়েছে প্রতিরোধক টিকা নেয়ার ক্ষেত্রে। এছাড়াও যেসব স্থানে অযাচিত ভিড় তৈরী হচ্ছে সেসব স্থানের চায়ের দোকান, বিপনী বিতান সাময়িক বন্ধের অনুরোধ জানান শিক্ষকরা। সন্ধ্যা ৭ টার মধ্যে সকল দোকানপাট বন্ধ করা হবে।
এদিকে, প্রশাসন জানিয়েছে, দুইদিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬৮টি নমুনা পরীক্ষায় ৩৯ জনই করোনা পজেটিভ হয়েছেন। আগামী রোববার থেকে টিকার প্রদানের সংখ্যা বাড়ানো ও নমুনা পরীক্ষাও বাড়ানো হবে বলে জানানো হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

May 2024
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031