সঙ্গীতে রেডটাইমস পদক পেয়েছেন শিল্পী সম্পা দাস

প্রকাশিত: ১:৩৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০১৮

সঙ্গীতে  রেডটাইমস  পদক পেয়েছেন  শিল্পী সম্পা দাস

সঙ্গীতে অবদান রাখার জন্য এ বছর রেডটাইমস পিআইবি পদক পেয়েছেন প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী সম্পা দাস । সম্প্রতি এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তার হাতে এই পদক তুলে দেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এম পি । অনলাইন গণমাধ্যম রেডটাইমসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি কাজী রোজি এমপি । বক্তব্য রাখেন ডক্টর গোলাম মোস্তফা,শাকিল বিন মুশতাক , কথা সাহিত্যিক আহমেদ বশির,কবি আবু ফজল নূর, তানিয়া সুলতানা , প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর কন্যা সৈয়দা সানজিদা শারমিন , মেনন চৌধুরী ,শিশির বিন্দু বিশ্বাসসহ অনেকে। অনুষ্ঠানে সমাজ উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়। এতে মূল প্রবন্ধ পাঠ করেন রেডটাইমসের প্রধান সম্পাদক সৌমিত্র দেব। সভাপতি ছিলেন পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর ।
এবার বিভিন্ন ক্ষেত্রে ১২ গুণীজনকে পিআইবি ও রেডটাইমসের যৌথ আয়োজনে সম্মাননা পদক দেয়া হয়।এদের মধ্যে মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখার জন্য ব্রিগেডিয়ার জেনারেল(অবঃ) জয়ন্ত কুমার সেন, শিক্ষায় অধ্যাপক কাজী নুসরাত সুলতানা, সমাজ উন্নয়নে এম এ রহিম সিআইপি ,কবিতায় আনিস মুহম্মদ , কথা সাহিত্যে আহমেদ বশীর ,প্রবন্ধ সাহিত্যে হাসিদা মুন ও সংগীতে সম্পা দাস ।তরুণদের মধ্যে পেয়েছেন সমাজ কল্যাণে সৈয়দা সানজিদা শারমিন , সমাজ সেবায় সৈয়দ কামরুজ্জামান, কবিতায় শিশির বিন্দু বিশ্বাস এবং রিপোরটিং এর জন্য সাদ্দাম হোসেন ও আব্দুল কাইয়ুম ।সম্পা দাসের গাওয়া নজরুলে সংগীতের প্রথম একক অ্যালবাম বাজারে আসে ২০১৪ সালে। ‘কোথায় ঘন শ্যাম’ শিরোনামের ওই অ্যালবামটি প্রকাশ করে প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ। নজরুলের অসাধারণ সৃষ্টির প্রেমে পড়ে তিনি শুধু গানই করেন না, সঙ্গে নজরুলকে নিয়ে গবেষণাও করছেন। লিখেছেন নজরুলকে নিয়ে বইও। নজরুলের ওপর লেখা তার প্রথম বই ‘একটি মধু শ্যাম বিরহে’, যা প্রকাশিত হয় ২০১২ সালে। পরের বছর ২০ প্রকাশ পায় ‘যুগস্রষ্টা নজরুল’।জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন দর্শন খুঁজে পাওয়া যায় তাঁর গানের ভেতরে । আর সেই সংগীত যেন নতুন মাত্রা পায় সম্পা দাসের কণ্ঠে।সংগীতের এমন কোনো শাখা নেই, যেখানে তাঁর স্বচ্ছন্দ অনুপ্রবেশ হয়নি। তাই নজরুলের কাজ বা একেকটা সৃষ্টি নিজের ভিতর লালন করার মাঝেই ভিন্ন মাত্রার শান্তি পাই—এভাবেই কাজী নজরুল ইসলাম সম্পর্কে নিজের অনুভূতির কথা বলছিলেন কণ্ঠশিল্পী সম্পা দাস। নজরুলের গানের সঙ্গে যুক্ত হওয়ার গল্প জানতে চাইলে তিনি স্বভাবজাত সুন্দর হাসি উপহার দিয়ে বলেন, ‘বিদ্রোহী কবি নজরুলের বাণী ও সুরের যে গভীর প্রকাশ তা সকল সংবেদনশীল শ্রোতাকেই স্পর্শ করে, আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি।’ সম্পার ভাষ্যে, ‘শিল্প-সংস্কৃৃতির জগতে আমার শুরুটা হয় একেবারেই শৈশবে। মূলত চার বছর বয়সে নাচের মধ্যদিয়ে। সেই সময় নজরুলের অনেক চমৎকার কিছু গান নাচের সঙ্গে অনুশীলন করতাম। তাঁর বৈচিত্র্যময় সুর ও বাণী অতটা বোঝার বয়স তখন হয়নি। কিন্তু সেই সময় এই গানবাজনা যে মনের উপায় কি অতীন্দ্রিয় অনুভূতি তৈরি করেছিল তা বলে বোঝাবার মতো ভাষা আমার জানা নেই। অপরিণত বয়সে সেই নাচের সুরই পরবর্তীতে নজরুলসংগীতে অনুপ্রবেশের প্রেরণা জোগায়। গানের শুরুটা ছিল ১৯৯১ সালে ছায়ানট সংগীত বিদ্যায়তন দিয়ে। ড. সানজীদা খাতুনের তত্ত্বাবধানে নজরুলের গানের অনেক গুণী শিল্পীর কাছে নজরুলসংগীত শিখি। পরে খায়রুল আনাম শাকিল, সুমন চৌধুরীসহ অনেক গুণী শিল্পীর কাছে তালিম নিই।’

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

May 2024
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031