ইবিতে ‘আবৃত্তি আবৃত্তি’র দুই দিনব্যাপী কর্মশালা 

প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, মে ২১, ২০২৩

ইবিতে ‘আবৃত্তি আবৃত্তি’র দুই দিনব্যাপী কর্মশালা 
ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি কলাকৌশল, সংবাদ উপস্থাপনা ও সাংগঠনিক দক্ষতা বিষয়ক দুইদিন ব্যাপী বার্ষিক কর্মশালা শুরু হয়েছে।
‘আসুন আমরা শুদ্ধতার চর্চা করি’ স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি বিষয়ক সংগঠন ‘আবৃত্তি আবৃত্তি’ এ আয়োজন করেছে। রবিবার (২১ মে) টিএসসিসির ১১৬নং কক্ষে কর্মশালাটির প্রথম দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়।
রবিবার সকালে দুইদিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন দেশ বরেণ্য উচ্চারণ বিশেষজ্ঞ ও আবৃত্তিশিল্পী গোলাম সরোয়ার।উদ্বোধনী অনুষ্ঠানে সহ সভাপতি জান্নাতুল ফেরদৌস মিরার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক খান মাজহারুল হক লিপু ও বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন।
দুইদিন ব্যাপি এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে আছেন আবৃত্তিশিল্পী গোলাম সরোয়ার, খান মাজহারুল হক লিপু ও যমুনা টিভির সিনিয়র ব্রডকাস্ট সাংবাদিক আহমেদ রেজা। বিশ্ববিদ্যালয়ের ৮০ জন শিক্ষার্থী এ কর্মশালায় অংশগ্রহন করেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

April 2024
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930