এক শ্রেণির বুদ্ধিজীবী গণতান্ত্রিক ধারা বাধাগ্রস্ত করতে চায়ঃ প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৩

এক শ্রেণির বুদ্ধিজীবী গণতান্ত্রিক ধারা বাধাগ্রস্ত করতে চায়ঃ প্রধানমন্ত্রী
সদরুল আইন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এক শ্রেণির বুদ্ধিজীবী আছে যারা সব সময় দেশের গণতান্ত্রিক ধারাকে বাধাগ্রস্ত করতে চায়।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে রংপুর সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
সরকার প্রধান বলেন, দীর্ঘদিন গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে। এখন আর অনির্বাচিত কেউ অবৈধভাবে ক্ষমতা দখল করতে পারছে না। যদিও এতে অনেকেরই অন্তর জ্বালা আছে। যারা কোনদিন ভোটেও জিততে পারবে না, আর কোনদিন রাজনীতিও করতে পারবে না।
তিনি বলেন, যাদের জনগণের মুখোমুখি দাঁড়ানোর মতো সাহস নেই। আমাদের দেশে সেই ধরনের এক শ্রেণির বুদ্ধিজীবী আছে যারা বুদ্ধি পেঁচিয়ে জীবিকা নির্বাহ করে। তারা সবসময় এই গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করার চেষ্টা করে।
শেখ হাসিনা বলেন, আজকের বাংলাদেশ বদলে গেছে। দেশে স্থিতিশীলতা রয়েছে।
তিনি বলেন, কে কোন দলের মেয়র তা দেখে কোনো বরাদ্দ দেয়নি সরকার। আমরা মানুষকে মানুষ হিসেবে দেখেছি। দলমত নির্বিশেষে সবার জন্যই কাজ করেছি।

লাইভ রেডিও

Calendar

April 2024
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930