গাজীপুর জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘিরে হাইকমান্ডে বিষোদগারের বিষ বাষ্প ছড়াতে কতিপয় নেতা

প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৩

গাজীপুর জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘিরে হাইকমান্ডে বিষোদগারের বিষ বাষ্প ছড়াতে কতিপয় নেতা
সদরুল আইন, স্টাফ রিপোর্টারঃ
গাজীপুর জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি যে কোনদিন ঘোষণা করা হতে পারে।
কেন্দ্রিয় সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, সদস্যসহ বেশিরভাগ পদের নামসমুহ চুড়ান্ত করা হয়েছে।তবে গুরুত্বপূর্ণ দুটি পদে নাম ঠিক করা হলেও সেই তালিকা এখনো কেন্দ্র থেকে জেলায় পাঠানো হয়নি।
জানা গেছে, আজ বা আগামি সপ্তাহের যে কোনদিন এসব গুরুত্বপূর্ণ পদের নির্বাচিত নামসমুহ জেলায় পাঠানো হবে।আর এই নামের মধ্যে থাকতে পারে বিশাল চমক।
এদিকে গাজীপুর জেলা থেকে পাঠানো ১০১ সদস্যের নামের তালিকা কেন্দ্রে পাঠানোর পর গাজীপুর জেলা আ.লীগের বর্তমান নেতৃত্বকে বিতর্কিত করতে কয়েক ডজন অভিযোগ সম্বলিত তাদের নাম তালিকায় অন্তর্ভূক্তির জন্য আবেদন জমা দেওয়া হয়েছে হাইকমান্ডে।
কিন্তু সেসব নামসমুহ হালে খুব একটা পানি পায়নি।বর্তমান জেলা কমিটির আদর্শের বিপরীত অনুসারিরা বারবার কেন্দ্রে ধর্ণা দিয়ে বর্তমান জেলা নেতৃত্বের বিরুদ্ধে বিষোদগারের বিষ বাষ্প ছড়াতে চেষ্টা করেছেন।
কিন্তু তারা খুব একটা সফল হননি বলেই কেন্দ্রিয় সূত্র এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন।
মঙ্গল এবং বুধবার এই গ্রুপকে একজোট হয়ে দলিয় কার্যালয় ও দায়িত্বপ্রাপ্ত নেতাদের আশপাশে ঘুরঘুর করতে দেখা গেছে।কেউ কেউ দাম্ভিকতার সুরে অরাজনৈতিকসূলভ মন্তব্য করতেও দ্বিধাবোধ করেনি।
গাজীপুর জেলা কমিটির নেতৃত্বকে ব্যর্থ প্রমান করতে,তাদেরকে বিতর্কিত করে হতে যাওয়া কমিটিতে নিজেদের অনুসারিদের অন্তর্ভূক্ত করে আধিপত্ত প্রতিষ্ঠা করে নিজেদের শক্তিমত্তার জানান দিয়ে আগামি জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে একটি ম্যাসেজ দিতে সচেষ্ট ও সক্রিয় রয়েছে এই গ্রুপটি।
যে কারনে তারা দলিয় পদ-পদবিতে আধিপত্ত প্রতিষ্ঠার মিশন নিয়ে জেলা কমিটিতে নিজেদের লোকবল ও অনুসারি বাড়ায়ে জেলার শীর্ষ নেতাদের চাপে ফেলতে চায় বলে হাইকমান্ডের ধারনা।

লাইভ রেডিও

Calendar

April 2024
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930