জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে প্রশ্ন তুলেছেন কৃষিমন্ত্রী

প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে প্রশ্ন তুলেছেন কৃষিমন্ত্রী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে প্রশ্ন তুলেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক । তিনি বলেছেন, (জাবি) ডক্টর অব ফিলোসফির (পিএইচডি) কোনো মান নেই। বিশ্ববিদ্যালয়টির পিএইচডি ডিগ্রির মান খুব নিচু । গতকাল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে ‘জিএমও ক্রপস: পলিসি অ্যান্ড প্র্যাক্টিস ইন সাউথ এশিয়া’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, জাবিতে কোর্স ওয়ার্ক নেই। সারা বছর (চার বছর) ছুটি নিয়ে ঘুরে বেড়ায়। তারপর জাবি থেকে একটা পিএইচডি ডিগ্রি দিয়ে দেয়। পিএইচডির কোনো মান নেই।

তিনি বলেন, আমাদের ছেলেমেয়েদের সবচেয়ে বড় সমস্যা কমিউনিকেশন স্কিল কম। কমিউনিকেশন নিয়ে কোনো পাঠ্যবিষয় না থাকায় তারা কমিউনিকেট করতে পারছে না। দ্যাটস ইজ এ সিরিয়াস প্রবলেম। ইংলিশ ইজ নট এ ল্যাংগুয়েজ। ইংলিশ ইজ এ ইনস্ট্রুমেন্ট টু কমিউনিকেট।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নোবেল বিজয়ী রিচার্ড ডে রবার্ট। উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বেনজির আহমেদ। সমাপনী বক্তব্য রাখেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আতিকুল ইসলাম।

লাইভ রেডিও

Calendar

April 2024
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930