দেশকে ভালবেসে মানুষের জন্য কাজ করতে হবে; বই উৎসব পুলিশ কমিশনার 

প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৪

দেশকে ভালবেসে মানুষের জন্য কাজ করতে হবে; বই উৎসব পুলিশ কমিশনার 
সিলেট ডেস্ক:
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জাকির হোসেন খান বলেছেন, বছরের প্রথমদিন বই উৎসব সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ার মাধ্যমে জীবনের লক্ষ্যে পৌঁছতে তাদের ভালোভাবে লেখাপড়ায় মনোযোগী হতে হবে। সুন্দর জীবন গঠনের প্রেরণা যোগাতেই এই উদ্যোগ। শিক্ষার্থীরা সুশিক্ষিত হয়ে দেশকে ভালবেসে মানুষের জন্য কাজ করতে হবে।
তিনি সোমবার (১ জানয়ারি) সকাল ১১টায় নগরীর পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ে বই উৎসবে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বিদ্যুৎ জ্যোতি চক্রবতীর্র সভাপতিত্বে এবং শিক্ষক রমা রাণী চক্রবর্তী ও জাকির আহমেদ চৌধুরীর যৌথ সঞ্চালনায় বই উৎসবে বিশেষ অতিথি ছিলেন পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি ও এসএমপির উপ-পুলিশ কমিশনার (সদর প্রশাসন) তোফায়েল আহমদ, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য কলামিস্ট সাংবাদিক আফতাব চৌধুরী, অভিবাবক সদস্য আয়েশা পারভিন প্রমুখ।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী আহসান হাবিব,পবিত্র গীতা পাঠ করেন দিপান্তিতা দেবনাথ। পরে প্রধান অতিথি শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

May 2024
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031