নরসিংদীতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, নিহত ১

প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১১, ২০২১

নরসিংদীতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, নিহত ১

 

 

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধিঃ নরসিংদীর রায়পুরায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে দুইজন নিহতের খবর পাওয়া গেছে; তবে একজন নিহতের তথ্য নিশ্চিত করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার চরাঞ্চলে বাশগাড়ি ইউনিয়নের বটতুলীগান্দী কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। নিহত একজনের নাম দুলাল মিয়া (৩৫)। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।

 

রায়পুরা সার্কেলের এএসপি সত্যজিত কুমার ঘোষ একজন নিহতের কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্বাচন নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মৃতদেহ জেলা সদর হাসপাতালে রাখা হয়েছে।

 

স্থানীয়রা জানান, আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আশরাফুল আলম এবং স্বতন্ত্র প্রার্থী রাতুল রায়হানের সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এরই জেরে ভোরে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এ সময় দুইজন নিহত হন।

 

এদিকে বৃহস্পতিবার দেশজুড়ে ইউপি নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোট নেওয়া শুরু হয়েছে। দেশজুড়ে নির্বাচন ঘিরে সহিংসতার ঘটনায় নির্বাচন কমিশনও ‘বিব্রত ও উদ্বিগ্ন’। এমন পরিস্থিতিতেই ৮৩৫ ইউনিয়ন পরিষদে সকাল ৮টা থেকে ভোট শুরু হয়; বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট চলবে।

 

দ্বিতীয় ধাপের নির্বাচনকে ঘিরেই সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে। এ ধাপে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩২ জন, আহত চার শতাধিক। তাই এ নির্বাচন নিয়ে উত্তেজনা ও শঙ্কা রয়েছে ভোটার আর প্রার্থীদের মধ্যে।

 

অবশ্য পাঁচটি ইউপির সবকয়টি পদে এবং ৮১টির চেয়ারম্যান পদে প্রার্থীরা এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সংরক্ষিত সদস্যপদে ৭৬ জন এবং সাধারণ সদস্যপদে ২০৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

 

লাইভ রেডিও

Calendar

April 2024
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930