পীযূষ ,হাতটা ধরো

প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০১৮

পীযূষ ,হাতটা ধরো

সাবিনা শ্রাবন্তী

পীযূষ হাতটা ধরো
আমি রহিমা , তাতে কী
ভালোতো বেসেছো।

আমি তোমাকে জানি পীযূষ
স্বপ্ন দেখো সুন্দর একটি জীবনের
যেখানে তোমার পাশে থাকবে রহিমা
তবে কেনো নিজেকে ঠকাও !!

পীযূষ হাতটা ধরো
আমি রহিমা তাতে কী…
আমার আমি তো একজন মানুষ
যেমন তোমার তুমি

ধর্ম সেতো পরকালের জন্যে
পৃথিবীর জন্যে চাই মানবতা”

এই পৃথিবী তোমার আমার
বাধা সেতো থাকবেই
ভয় পাচ্ছ ? কীসের ভয় ?
তোমার আমার ভয়
তাদের জয়
আমরা তো হারতে আসিনি …

ধরো পীযূষ , মৃত্যুর পর
তুমি স্বর্গে আর আমি নরকে
বা তার উল্টো
প্রাণে আমাদের আকুল আকুতি
চাই থাকতে একসাথে
কিছুই করার নেই তোমার আমার
যা হবে সব ভগবান ঈশ্বর বা আল্লাহর.ইচ্ছায়।

এখানে চাইলেই পারো
তোমার খাবার কোন ক্ষুধার্তকে দিয়ে দিতে
চাইলেই পারো তোমার পথে তুমি হাটতে
তবে কেনো নিজেকে ঠকাও

বাধা সেতো থাকবেই
ভয় পাচ্ছ , কীসের ভয় ?
তোমার আমার ভয়
তাদের জয়
আমরাতো হারতে আসিনি …