মৌলভীবাজার শহরে ২৪শে জুলাই থেকে ব্যাটারি চালিত রিক্সা, ভ্যান ও টমটম নিষিদ্ধ

প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২২

মৌলভীবাজার শহরে ২৪শে জুলাই থেকে ব্যাটারি চালিত রিক্সা, ভ্যান ও টমটম নিষিদ্ধ

কপিল দেব স্টাফ রিপোর্টার

 

 

বিশ্বব্যাপী জ্বালানী সংকটের কারণে বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত বিদ্যুৎ এর লোডশেডিং ও জ্বালানী অবচয় রোধে এক জরুরী সভা মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে অনুষ্ঠিত হয়।

 

 

আজ বৃহস্পতিবার( ২১ জুলাই) পৌরসভার সভাকক্ষে মেয়র মোঃ ফজলুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

 

 

উক্ত সভায় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলার পার্থ সারথী পাল, মোহাম্মদ নাহিদ হোসেন, সালেহ আহমদ পাপ্পু, ফয়ছল আহমদ, মোঃ জালাল আহমদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা উজ্জল চন্দ্র দেব, সহকারী প্রকৌশলী আব্দুল মালেকসহ পৌর কর্মকর্তা-কর্মচারীগণসহ আরোও অনেকেই।

 

 

সভায় যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সেই সম্পর্কে পৌর মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান জানান, আগামী রবিবার (২৪ জুলাই) থেকে ব্যাটারি চালিত রিক্সা, ভ্যান ও টমটম শহরের ভেতর নিষিদ্ধ থাকবে। ওই সময়ে উল্লেখিত যানবাহনের বিরুদ্ধে অভিযান করা হবে।

 

 

পৌর মেয়র আরো জানান, পৌর কর্যালয়ে ৫০% লাইট জ্বলবে, রাত ৮ টার পর সড়কবাতি জ্বালানো হবে। বাসাবাড়িতে অতিরিক্ত লাইট, ফ্যান ব্যবহার না করা এবং অতি প্রয়োজন ব্যতীত এসি ব্যবহার না করার জন্য নাগরিকগণকে অনুরোধ জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

April 2024
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930