লাছ নদীতে স্নুইচগেট নির্মাণের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০১৯

লাছ নদীতে স্নুইচগেট নির্মাণের দাবিতে মানববন্ধন

কাউয়াদিঘী হাওরের গোয়ালীকারা এলাকায় লাছ নদীতে স্নুইচগেট নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছেন মৌলভীবাজার সদর উপজেলার হাওর সংলগ্ন আখাইকুড়া ও একাটুনা ইউনিয়নের কৃষিজীবী মানুষ।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব সম্মুখে ইটা সমাজকল্যাণ সংস্থার আয়োজনে মানববন্ধন অনুষ্টিত হয়।

সংস্থার সভাপতি এম ফয়জুল ইসলামের সভাপতিত্বে,সাধারণ সম্পাদক রাজন আহমদের সঞ্চালনায়, বক্তব্য রাখেন কান্দিগাওয়ের কৃষক সুনা মিয়া,রায়পুরের কৃষক মুতালিব মিয়া,রসুলপুরের কৃষক অনল ঘোষ ও বাপা সমন্বয়ক আসম সালেহ সোহেল সহ স্থানীয় কৃষক ও জনপ্রতিনিধি।
বক্তারা তাদের বক্তব্যে বলেন কাওয়াদীঘী হাওর অধ্যুষিত এই অঞ্চলের কৃষিজীবী মানুষ বোরো ফসলের উপর নির্ভরশীল। লেখাপড়া ,চিকিৎসা ও প্রাত্যাহিক ব্যয় নির্বাহ করেন এই বোরো ফসল থেকে। পর্যাপ্ত পানির অভাবে প্রায় এক হাজার একর জমি অনাবাদি থেকে যাচ্ছে, ক্ষতিগ্রস্থ হচ্ছেন তারা। হাওরের গোয়ালীকারা এলাকায় লাছ নদীতে স্নুইচগেট নির্মাণের দাবি জানান ।

শুস্ক মৌসুমে মনু নদ থেকে প্রকল্পের মাধ্যমে বোরো চাষের লক্ষে পানি সরবরাহ করা হয়। লাছ নদীতে স্নুইচগেট নির্মাণ হলে এই প্রকল্পের পানি দিয়ে অনাবাদি জমি চাষ করতে পারবেন জানান কৃষকরা। মানববন্ধন শেষে মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বরাবর লাছ নদীতে স্নুইচগেট নির্মাণের দাবিতে স্মারকলিপি পেশ করা হয় ।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

April 2024
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930