শিক্ষার্থী নিহতের ঘটনায় বাসের চালককে গণধোলাই

প্রকাশিত: ৯:৪৫ পূর্বাহ্ণ, নভেম্বর ৩০, ২০২১

শিক্ষার্থী নিহতের ঘটনায় বাসের চালককে গণধোলাই

অনাবিল পরিবহনের বাসচাপায় রাজধানীর রামপুরায় এক শিক্ষার্থী নিহত হয়েেছিল । এ ঘটনার পর ওই বাসের চালক হয়েছে গণপিটুনির শিকার । আহত বাসচালকের নাম মো. সোহেল (৩৫)।

সোমবার (২৯ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে রামপুরা থানা পুলিশ। বর্তমানে তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন জানান, শিক্ষার্থী নিহতের ঘটনায় বাসের চালককে গণধোলাই দেয় জনতা। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

নিহত শিক্ষার্থীর নাম মো. মাইনুদ্দিন। সে রামপুরা একরামুন্নেছা স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিল। সোমবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১১ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ১১টার দিকে অনাবিল পরিবহনের একটি বাসে ওই যাত্রী উঠার চেষ্টা করেন। এ সময় বাসটি দ্রুতগতিতে ছেড়ে যেতে চাইলে ওই শিক্ষার্থী নিচে পড়ে যান। পরে তার উপর দিয়ে বাসটি চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনার পরপর রামপুরা ও আশপাশের বিক্ষুব্ধ জনতা সড়কের উভয় পাশে নেমে আধা ঘণ্টার ব্যবধানে ভিক্টর, ট্রাস্ট, অনাবিল ও দূরপাল্লার একটি বাসে আগুন ধরিয়ে দেয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

April 2024
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930