হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ

প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২৪

হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ
সিনিয়র রিপোর্টার:
মেহেদী হাসান মিরাজের লড়াই ম্লান করে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশকে ১৯২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে শ্রীলংকা।
এ জয়ে ২-০ ব্যবধানে স্বাগতিকদের হোয়াইটওয়াশও করল সফরকারীরা।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলংকা: ৫৩১ ও ১৫৭/৭ ডিক্লে.
বাংলাদেশ: ১৭৮ ও ৩১৮
আজ বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের পঞ্চম শেষ দিনের খেলায় মুখোমুখি হয় দুদল। যেখানে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩১৮ রানে অলআউট হয়।
দিনের শুরুতে ফিফটি তুলে নেন মিরাজ। তবে কামিন্দু মেন্ডিসের একই ওভারে ব্যক্তিগত ১৪ রানে আউট হন তাইজুল ইসলাম।
শেষ ব্যাটার হিসেবে খালেদ আহমেদ লাহিরু কুমারার শিকার হন। তবে মিরাজ অসাধারণ ব্যাটিং করে অপরাজিত থাকেন। তিনি ১১০ বলে ১৪টি চারে ৮১ রানের হার না মানা ইনিংস খেলেন।
এর আগে গতকাল লংকানদের দেওয়া ৫১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২৬৮ রান করেছিল স্বাগতিকরা। গতকালই শ্রীলংকা ৭ উইকেট হারিয়ে ১৫৭ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। তাতে বাংলাদেশের সামনে ৫১১ রানের বিশাল লক্ষ্য দাঁড়ায় করতে হবে।
প্রথম ইনিংসে শ্রীলংকা ৫৩১ রান করে। জবাবে মাত্র ১৭৮ রানে অলআউট হয় বাংলাদেশ।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

May 2024
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031