রাতের শেষ আন্তঃনগর ট্রেন

প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, মার্চ ৫, ২০১৮

রাতের শেষ আন্তঃনগর ট্রেন

এলিজা আজাদ

রাতের শেষ আন্তঃনগর ট্রেনের একাকী যাত্রী
চলেছি গন্তব্যহীন পথে
ট্রেনটির নাম জীবন…
এ ট্রেনের কোথাও স্টপেজ নেই
হুইসেল কাঁপিয়ে শহর-নগর-গ্রাম অতিক্রম
করে চলেছে তো চলেছে
নির্ঘুম আমি সকল স্তব্ধতা ভেঙে জেগে আছি
আমার হাতে একটি কোচবাক্স আমি এর জট খুলতে পারছিনা
অথচ, এখন আমার ঘুমনোর কথা ছিল
তোমার কোলে মাথা রেখে সুখস্বপ্নে বিভোর
হবার কথা ছিল
মাঝে মাঝে গোপন ইচ্ছেগুলো গোপনতা সরিয়ে তোমার উপরে চাপিয়ে দিতে পারলে কি
ভালোটাই-না হত
নিষিদ্ধ শহরের মতো এসব এখন আমার কাছে নিষিদ্ধ

আমার ভালো লাগা নেই…
বুভুক্ষ ইচ্ছেগুলো জাগ্রত হওয়াও যেন একধরণের সামাজিক পাপ…
আমার কোন বিশ্বাসী পুরুষ বন্ধু নেই যার কাঁধে
গা এলিয়ে চোখের জল ফেলা যায়!
জীবন্ত আমি একসময় হয়তো অসমাপ্ত গল্পের
মতো থেমে যাব
গল্পের শেষটা থাকবে সবারি অনুমেয়!

চারিদিকে ভয়াবহ শূন্যতা কিন্তু, এখনো কত
কাজ বাকি মধুময়!
বেঁচে থাকার আকুতি একপ্রকার নেশা!
আমি সেই নেশায় বুঁদ হয়ে হয়তো-বা আরো
কিছুদিন বেঁচে থাকবো…
জানি, মাথার ওপর ঐ জেগে থাকা চাঁদটাও
একটা সময় ঘুমিয়ে পড়বে চলমান প্রক্রিয়ায়…
শুধু আমি, চলন্ত ট্রেনের ঝাঁকুনিতে ঝুল বারান্দার মতো ঝুলতে থাকবো…
আর, জীবনের বিষাক্ত নিকোটিন গ্রহণ করতে
করতে জেগে থাকবো…

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

April 2024
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930