ঐতিহাসিক খাপড়া ওয়ার্ড দিবস উপলক্ষে এনডিএফ-এর আলোচনা সভা

প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০১৮

ঐতিহাসিক খাপড়া ওয়ার্ড দিবস উপলক্ষে এনডিএফ-এর আলোচনা সভা

 

উপমহাদেশের প্রথম জেল হত্যাকান্ড “ ঐতিহাসিক খাপড়া ওয়ার্ড দিবস” পালন উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় শহরের কোর্টরোডস্থ কার্যালয়ে এনডিএফ মৌলভীবাজার জেলা কমিটির নেতা ও ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মার সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় খাপড়া ওয়ার্ড দিবসের উপর মূল বক্তব্য উপস্থাপন করেন এনডিএফ জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা এনডিএফ’র সাংস্কৃতিক সম্পাদক মৃগেন চক্রবর্তী, মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন এর সভাপতি সোহেল আহমেদ, মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এর কোষাধ্যক্ষ তারেশ বিশ্বাস সুমন, রিকশা শ্রমিকনেতা কিসমত মিয়া প্রমূখ।

বক্তারা ১৯৫০ সালের ২৪ এপ্রিল নয়া উপনিবেশিক আধাসামন্ততান্ত্রিক পাকিস্থানী স্বৈরশাসকের রাজশাহী জেলের খাপড়া ওয়ার্ডে নিরস্ত্র রাজবন্দী কমিউনিস্ট বিপ্লবীদের উপর নির্বিচারে গুলিবর্ষণ করে ৭ জন কমরেডকে হত্যা করার ন্যাক্কারজনক ঘটনার উপর আলোচনা করতে গিয়ে বলেন কমিউনিস্ট বিপ্লবীরা কয়েদীদের মানবিক অধিকার আদায়ের লড়াইয়ে আত্মত্যাগের সুমহান দৃষ্ঠান্ত স্থাপন করে গেছেন। সভায় বক্তারা আরো বলেন বাংলাদেশ একটি নয়া ওপনিবেশিক ও আধা সামন্ততান্ত্রিক রাষ্ট্র। এ দেশে সাম্রাজ্যবাদ ও তার দালালরা শাসন শোষণ ও লুন্ঠন অব্যাহত রাখার স্বার্থে জনগনকে বিভ্রান্ত ও বিভক্ত করতে নানামূখী ষড়যন্ত্র ও চক্রান্তে লিপ্ত। তাই আসুন সাম্রাজ্যবাদ ও তার দালালদের জাতীয় ও জনস্বার্থ বিরোধী ভূমিকার বিরুদ্ধে সকল দেশপ্রেমিক শক্তি গোষ্ঠি ব্যক্তি ঐক্যবদ্ধ হয়ে শ্রমিক কৃষক জনগনের রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করি।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

April 2024
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930