সায়মা ওয়াজেদ পুতুল ইউনেস্কো জুরি বোর্ডের সভাপতি

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৯

সায়মা ওয়াজেদ পুতুল ইউনেস্কো জুরি বোর্ডের সভাপতি

ইউনেস্কোর আন্তর্জাতিক জুরি বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা পরিষদের সভাপতি সায়মা ওয়াজেদ পুতুল ।

প্যারিসে ইউনেস্কো দপ্তরে “ইউনেস্কো – আমির জাবের আল-আহমদ আল-সাবাহ পুরস্কার” সংক্রান্ত আন্তর্জাতিক জুরি বোর্ডের বৈঠকে তাকে সভাপতি নির্বাচিত করা হয়।

​উন্নত ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে অসামান্য অবদান রাখা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেয়া হয়ে থাকে। কুয়েতের আমির জাবের আল-আহমদ আল-সাবাহর অর্থায়নে পুরস্কার​টি প্রবর্তিত হয়। কুয়েতের অর্থ সাহায্যে পরিচালিত এই পুরস্কারের অর্থমূল্য ২০,০০০ মার্কিন ডলার, যা একজন ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে​ ​দেওয়া হয়ে থাকে।

​প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিদেরকে নিয়ে গঠিত আন্তর্জাতিক এই জুরি বোর্ড পুরস্কারের জন্য যোগ্য ব্যক্তি বাছাই করবেন। ​

​ইউনেস্কো মহাপরিচালক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুলকে জুরি হিসেবে দায়িত্ব পালনের জন্য মনোনীত করেন। জুরি বোর্ডের অন্য চার সদস্য হলেন – জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের স্পেশাল রাপোর্টার কাটালিনা দেবানদাস আগুইলার , আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত লেবাননের সাংবাদিক ​মে শিডিয়াক , অস্ট্রিয়ার জোহান কেপলার ইউনিভার্সিটির অধ্যাপক ক্লাউস মিয়েসেনবার্গার, এবং প্রতিবন্ধী অধিকার সংক্রান্ত জাতিসংঘ কনভেনশনের সদস্য মার্টিন বাবু মেসিগুয়া।

সভার শুরুতে জুরি বোর্ডের সদস্যগণ সায়মা ওয়াজেদকে আগামী দুই বছরের জন্য বোর্ডের সভাপতি হিসেবে নির্বাচিত করেন।

এক বিবৃতিতে সায়মা ওয়াজেদ পুতুলকে অভিনন্দন জানিয়েছেন ওয়ার্ল্ড অটিজম এন্ড ইকোলজি ফিল্ম ফোরাম বাংলাদেশ এর সম্মানিত সদস্য কবি সৌমিত্র দেব ।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

April 2024
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930