ঢাকায় সচিব হয়ে শ্রিংলার আগমন

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, মার্চ ২, ২০২০

ঢাকায় সচিব হয়ে শ্রিংলার আগমন

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার: ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা আজ সোমবার দু’দিনের সফরে ঢাকা আসছেন। এসময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরসূচি চূড়ান্ত করবেন তিনি।

সূত্র জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ১৭ মার্চ ঢাকায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

সেই সফর চূড়ান্ত করতেই ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব শ্রিংলা। ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা ঢাকা সফরকালে আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। একই দিনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গেও বৈঠক করবেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে শ্রিংলার।

এছাড়া একই দিনে তিনি রাজধানীতে বাংলাদেশ: ভারত একটি প্রতিশ্রুতিবদ্ধ ভবিষ্যৎ শীর্ষক এক সেমিনারে অংশ নেবেন। আগামীকাল মঙ্গলবার শ্রিংলা ঢাকা ত্যাগ করবেন। সূত্র জানায়, ভারতের পররাষ্ট্র সচিব শ্রিংলার ঢাকা সফর প্রথমে ১ মার্চ নির্ধারিত হয়েছিল। তবে পরবর্তী সময়ে সফর একদিন পেছানো হয়। ঢাকা সফরকালে দু’দেশের মধ্যে কানেকটিভিটি নিয়ে দু’টি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেয়া হয়েছে। ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা ঢাকায় দেশটির হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি গত বছর জানুয়ারিতে ঢাকার দায়িত্ব পালন শেষে যুক্তরাষ্ট্রে হাইকমিশনার হিসেবে যোগ দেন। সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে নিযুক্ত হন শ্রিংলা। ভারতের পররাষ্ট্র সচিব নিযুক্ত হওয়ার পরে এটাই প্রথম তার বাংলাদেশ সফর।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

April 2024
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930