এ পর্যন্ত করোনাভাইরাসে প্রাণ দিয়েছেন ৫ জন পুলিশ

প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, মে ২, ২০২০

এ পর্যন্ত করোনাভাইরাসে  প্রাণ দিয়েছেন ৫ জন  পুলিশ

এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ দিয়েছেন ৫ জন পুলিশ সদস্য । পুলিশ সদরদপ্তর বলছে, দুই লাখের বেশি পুলিশ সদস্যের এ বাহিনীতে এ পর্যন্ত ৬৭৭ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ঢাকা মহানগরেই আক্রান্ত হয়েছেন ৩২৮ জন।

পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ভোর রাতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪৪ বছর বয়সী এসআই সুলতানুল আরেফিনের মৃত্যু হয়।

সুলতান পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিম বিভাগে কর্মরত ছিলেন। নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ এলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

তার গ্রামের বাড়ি জামালপুর জেলায়। তিনি স্ত্রী, দুই মেয়ে এবং এক ছেলে রেখে গেছেন।

পুলিশের ব্যবস্থাপনায় সুলতানের মরদেহ ইতোমধ্যে তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছে সদরদপ্তর।

এর আগে পুলিশের এসআই নাজির উদ্দীন (৫৫), এএসআই মো. আবদুল খালেক (৩৬), কনস্টবল মো. আশেক মাহমুদ (৪২) ও কনস্টবল জসিম উদ্দিন করোনাভাইরাসে মানা যান।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

April 2024
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930