প্রার্থীরা যেন প্রতিবন্ধকতার সম্মুখীন না হন:সিইসি

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০১৯

প্রার্থীরা যেন প্রতিবন্ধকতার সম্মুখীন না হন:সিইসি


মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার :

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কোন প্রার্থী যেন কোন প্রকার প্রতিবন্ধকতার সম্মুখিন না হন। ভোটাররা যেন নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেদিকে লক্ষ রাখতে নির্বাচন সংশ্লিষ্টদের নির্দেশ দেন। সিইসি বলেন নির্বাচনের দিন বিকাল ৪টার ভিতরে ভোট গ্রহন শেষে ভোট গননা পর্যন্ত প্রার্থীর এজেন্ট ছাড়াও গণমাধ্যম উপস্থিত থাকতে পারবে ভোট কেন্দ্রে। 

বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকাল ৪টার দিকে মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতমিনিময় সভায় এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে, এম নুরুল হুদা।

জেলা নির্বাচন অফিস ও জেলা প্রশাসনের উদ্যেগে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আইন-শৃংখলা বাহিনীর কর্মকর্তাদের সাথে প্রধান নির্বাচন কমিশনারের মতবিনিময় সভার এই আয়োজন করা হয়। 
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রোকন উদ্দিন। 
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাহজালালসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

April 2024
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930