ভারতের শিলচর ক্রীড়া সংস্থার আমন্ত্রণে সিলেট জেলা ফুটবল দলের শিলচর যাত্রা

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০১৬

ভারতের শিলচর ক্রীড়া সংস্থার আমন্ত্রণে সিলেট জেলা ফুটবল দলের শিলচর যাত্রা

এসবিএন স্পোর্টস নিউজ: শিলচর জেলা ক্রীড়া সংস্থা, শিলচর, ভারত এর আমন্ত্রণে শিলচর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ‘ক্যাপ্টেন এন এম গুপ্তা আন্তর্জাতিক ফুটবল টুর্ণামেন্ট-২০১৬’ এ অংশগ্রহণের লক্ষ্যে সিলেট জেলা ক্রীড়া সংস্থা তথা সিলেট জেলা ফুটবল দল ২২ ফেব্রুয়ারি’২০১৬ সোমবার সকালে শিলচর, ভারত এর উদ্দেশ্যে সিলেট ত্যাগ করেছে।

সিলেট জেলা ফুটবল দল শিলচর, ভারত এর উদ্দেশ্যে সিলেট ত্যাগ এর পূর্বমুহুর্তে সিলেট জেলা ক্রীড়া সংস্থার পক্ষ হতে উৎসাহমূলক শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

এতে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সদস্য ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক বিজিত চৌধুরী, সিলেট জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মো. সিরাজ উদ্দিন, সিলেট জেলা ফুটবল দলের ম্যানেজার ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক আব্দুল মালিক রাজা, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আব্দুর রকিব, হাজী ছিদ্দিকুর রহমান, আতাউর রহমান আতা, ওমর উসমান বাপ্পী ও আব্দুল হেকিম, সিলেট জেলা ফুটবল দলের কোচ লিয়াকত আলী চেরাগ, ফুটবল খেলোয়াড় মো. ওয়াহিদ আহমেদ, মো. সাদ উদ্দিন, মো. সাকিল আহমেদ মুন্না, মো. কামরুল হাসান, মো. মাহিউদ্দিন রাসেল, মো. জামিল আহমেদ, মো. রেজাউল করিম, জয়নাল হক টিটুল, সাব্বির আহমেদ সুহেল, আব্দুস সামাদ, মো. রিপন সিরাজ, এস এম আজিজুল হাকিম লায়েক, তাজুল আমিন, সৈয়দ সাজিদুল ইসলাম, মো. মামুন মাঈ, মো. মোসেদ হোসেন, মো. সামছুল আলম চৌধুরী আলম, মো. সামছুল ইসলাম প্রমুখ।

সিলেট জেলা ফুটবল দলের সফলতা কামনায় সিলেটের ক্রীড়াঙ্গন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি বিশেষভাবে আহবান জানিয়েছেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

April 2024
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930