ময়মনসিংহে এক নারী ‘মাদক বিক্রেতার’ গুলিবিদ্ধ লাশ

প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, জুন ১৭, ২০১৮

ময়মনসিংহে এক নারী ‘মাদক বিক্রেতার’ গুলিবিদ্ধ লাশ

ময়মনসিংহে এক নারী ‘মাদক বিক্রেতার’ গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে ।
দুদল মাদক বিক্রেতাদের গোলাগুলিতে তিনি নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ ।

গত এক মাসে মাদকবিরোধী অভিযানে দেড়শ জনের মতো নিহত হলেও এই প্রথম কোনো নারীর মৃত্যুর ঘটনা ঘটলো ।

নিহত নারী রেহেনা আক্তারের (৩৮) বাড়ি ময়মনসিংহ শহরের সানকিপাড়া এলাকায়।

তার নামে ময়মনসিংহ কোতোয়ালি থানায় সাতটি মাদকের মামলা রয়েছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আশিকুর রহমান।

তিনি বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে রোববার ভোরে সদর উপজেলার গন্দ্রপা এলাকা থেকে রেহেনোর লাশ তারা উদ্ধার করা হয় । পরে ময়নাতদন্তের জন্য তা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মাদকের টাকা ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে দুই পক্ষের সংঘর্ষে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ওসি বলেন, নগরীর একটি সিনেমা হলের পেছনে ‘মাদকের ব্যবসা করতেন’ রেহেনা। গত ৩১ মে ওই এলাকায় পুলিশ সাঁড়াশি অভিযান চালালে রেহেনা পালিয়ে যান।

পরে সেখান থেকে রেহানার তার ভাই বিল্লাল, পার্থ, রুবেল ও ছোট বোন শরীফাসহ কয়েকজনকে আটক করে পুলিশ।

চলমান মাদকবিরোধী অভিযানের শুরুতে অভিযানের সময় ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ হয়ে ‘মাদক বিক্রেতাদের’ নিহত হওয়ার খবর আইনশৃঙ্খলা বাহিনী দিচ্ছিল।

মানবাধিকার সংগঠনগুলো এ নিয়ে প্রশ্ন তোলার পর এখন ‘মাদক বিক্রেতাদের নিজেদের গোলাগুলিতে’ নিহতের কথাই বেশিরভাগ ক্ষেত্রে বলা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

May 2024
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031