ইচ্ছেকৃত

প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৪

ইচ্ছেকৃত

দিলারা হাফিজ

ইচ্ছেকৃত প্রতিদিন
আমি কিছু কিছু কষ্ট-কাঠ-খড়ি কিনি
হৃদয়ের মূল্যে,
সেসব জমাই
গোপন খুতিতে…
বিদ্যাসাগর যেমন সরল সাঁওতালদের
কুড়ানো কাঠখড়ি কিনতেন দুপুরে
জ্বালানী হিসেবে মহাত্মন
সন্ধ্যায় বিলাতেন অভাবী ঐ পল্লীতে।
আমি খুব ক্ষুদ্র যে মানুষ
কিছু রাখি পিঞ্জরেও
কিছুবা শব্দের ভাঁজে
বুকের উষ্ণতা পেয়ে
সোনাপাখি ওড়ে যদি মুগ্ধতার বনে
কষ্টগুলো পাখা মেলে গোপন-আকাশে!
১৭/৩/২৪
ধানমণ্ডি, ঢাকা