দুয়ের ভিতরে এক

প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৪

দুয়ের ভিতরে এক

মোস্তফা মোহাম্মদ

 

দরোজা খুলতেই তুমি এসে বললে:
‘আমি কার?’
আমি জানিনা এর উত্তর,
কে তোমার, আমি কার;

 

প্রবল বর্ষার নদী হলে,
ভেতরে ঢুকে গেলে আজ,
আমি বললাম:
‘আমি কার?’
তোমার মুখে নাই এর উত্তর;

 

তুমি চোখ ভাসালে করতোয়ায়,
সকালের সোনারোদ,
শিমুল-পলাশ-ফাল্গুনী হাওয়া,
তোমার ঠোঁট আর গভীর চুম্বন;