আজ বৃহস্পতিবার, ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

প্রবাসীদের অর্থায়নে মৌলভীবাজারে ইফতার খাদ্যসামগ্রী ও ঈদ উপহার নগদ অর্থ বিতরণ

editor
প্রকাশিত মার্চ ২৩, ২০২৫, ০৮:৩২ অপরাহ্ণ
প্রবাসীদের অর্থায়নে মৌলভীবাজারে ইফতার খাদ্যসামগ্রী ও ঈদ উপহার নগদ অর্থ বিতরণ

Sharing is caring!

Manual2 Ad Code
রাবেল আহমেদ,

“আর্ত মানবতার সেবায় ও সমাজ উন্নয়নে নিবেদিত ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত মৌলভীবাজার জেলা সদরের ঐতিহ্যবাহী একাটুনা ইউনিয়ন ডেভোলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও সেহরি ও ইফতার খাদ্যসামগ্রী, এবং

ঈদ উপহার নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।একাটুনা ইউনিয়নের কচুয়া আদর্শ গ্রামের আল- মনসুর হাউসে গত ২১ শে মার্চ দূপুর ২ ঘটিকায় জেলার ৫’শত পরিবারবর্গ এর মধ্যে ৭ লক্ষ টাকার সেহরি ও ইফতার খাদ্যসামগ্রী এবং নগদ অর্থ  বিতরণ করা হয়। ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা ছালিকুর রহমান টুকুর সভাপতিত্বে  এবং যুবসংগঠক শামীম আহমেদ ও  ট্রেজারার মোহাম্মদ মুজিব মনসুর এর  যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই  সকল দানশীল ব্যাক্তিবগ ও উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে  ইউকে থেকে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কমিউনিটি লিডার ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুর।

Manual1 Ad Code

এই মানবিক ও মহতি পোগ্রামে প্রধান ও বিশেষ   অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন একাটুনা ইউনিয়নের  ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ রুমেন আলী, সিনিয়র সাংবাদিক সরওয়ার আহমদ, সাংবাদিক সরকার জবলু, প্রবীণ মুরব্বি  আলহাজ্ব দুরুদ মিয়া, ফাউন্ডার্স ট্রাষ্টি মোহাম্মদ মতব্বির মনসুর, ইউকে প্রবাসী শামীম তরফদার, আমারিকা প্রবাসী শাহ গিয়াস আহমদ, ও কচুয়া আল- মনসুর ওয়েলফেয়ার ট্রাষ্ট এর  সভাপতি আাসাব মিয়া ও  সহ সভাপতি ফারুক আহমদ।

পোগ্রামে দোয়া পরিচালনা করেন কচুয়া  জামে মসজিদের ঈমাম ও খতীব মাওলানা সাদিক আহমদ।

Manual4 Ad Code

এছাড়া ও ফাউন্ডেশনের সেক্রেটারি সেলিম রেজা তরফদার, সাংবাদিক গিয়াস আহমদ, ইউপি মেম্বার

Manual4 Ad Code

শাহাদ আহমদ, মুজিবুর রহমান, নানু মিয়া, আব্দুল আলিম, তাজুল চৌধুরী, জামান আহমদ, মহসিন চৌধুরী, পারভেজ আহমদ, আব্দুর রহমান পারভেজ, জি কে জসিম,হোসাইন আহমদ, সুমন আহমদ ও মুজিব মিয়া সহ প্রমুখ বক্তব্য রাখেন।

মহতি অনুষ্ঠানে টেলিকনফারেন্সে বক্তব্য প্রদানকালে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফাউন্ডার্স ট্রাষ্টি ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর বলেন, মৌলভীবাজার জেলা সদরের ৬ নং একাটুনা ইউনিয়নবাসীর প্রাণের সংগঠন একাটুনা ইউনিয়ন ডেভোলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব মৌলভীবাজার ১৯৯৫ সাল থেকে দীর্ঘ ৩০ বছর যাবত আজবধি প্রবাসীদের অর্থায়নে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে শুধু একাটুনা ইউনিয়নে নয় মৌলভীবাজার জেলাব্যাপী ঘর নির্মাণ, টিভওয়েল প্রদান, অসহায় পরিবার এর ছেলে – মেয়েদের লেখাপড়া, বিয়েতে সাহায্য করা, অসুস্থ রুগীদের চিকিৎসা বাবদ সহযোগিতা করা, বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ, ফ্রি মেডিক্যাল ক্যাম্প সেবা ও ইউনিয়ন ভিত্তিক প্রতিভা মেধা প্রকল্পের মাধ্যমে মেধা যাচাই পরীক্ষার আয়োজন. প্রতিভা যুব সংঘের মাধ্যমে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় ও মসজিদ মাদ্রাসায় নিয়মিত অর্থ প্রদান , কভিড ১৯ তথা  করোনা ভাইরাসের নিহতদের দাফন -কাফনের কাজে যে সব সংগঠন কাজ করছে তাদেরকে ইতিমধ্যে অনুদান প্রদান সহ বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে আর্ত মানবতার সেবায় সমাজ উন্নয়নে নিষ্টা ও নিরলস ভাবে কাজ করে চলছে।

প্রতিবছরের মতো এবার ও পবিত্র রামাদ্বান ও করোনার সঙ্কটে মৌলভীবাজার জেলার নিডি মানুষের মাঝে একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশন এর পক্ষ থেকে আজকের এই মহতি উদ্দ্যোগে আলহামদুলিল্লাহ ৬৫

জন দানশীল ব্যাক্তি অর্থ প্রদান করেছেন উনাদের সবার জন্য দোয়ার আহবান জানিয়ে ফাউন্ডেশনের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, সম্পাদক সেলিম রেজা তরফদার, ট্রেজারার মোহাম্মদ মুজিব মনসুর, ও বাংলাদেশ টিম সহ দেশে বিদেশে যারা অর্থ প্রদান সহ অক্লান্ত পরিশ্রম করেছেন সবার প্রতি আন্তরিক অভিনন্দন ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে বলেন আসুন সবার সহযোগিতার মাধ্যমে অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনে ও একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশনের মাধ্যমে মানবতার সেবায় আর ও বলিষ্ঠ ভৃমিকা রাখতে পারি এজন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন এবং একটি আনন্দের সংবাদ হচ্ছে, কচুয়া একাটুনা গ্রামের মাহমুদ মিয়া ভাই এর মেয়ে একাউন্টেন্ট সাবিনা আক্তার এক লাখ টাকা দিয়ে এবছর ফাউন্ডেশনের ট্রাষ্টি হয়েছেন, এজন্য সাবিনা আক্তারকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

যাদের অনুদানে  রামাদান প্রজেক্ট ২০২৫  সফল হয়েছে, সেইসব দানশীল ব্যাক্তিরা হচ্ছেন ফাউন্ডার্স ট্রাষ্টি নুরুল ইসলাম মাহবুব, কচুয়া আল- মনসুর ওয়েলফেয়ার ট্রাস্ট এর পক্ষে মকিস মনসর এন্ড ব্রাদার্স, ফাউন্ডার্স ট্রাষ্টি আব্দুল লতিফ কয়সর, লুবান মিয়া, ফাউন্ডার্স ট্রাষ্টি শেখ আব্দুর রুউফ এন্ড ইব্রাহিম তালুকদার. এ বি রুনেল,,মোহাম্মদ বশির খান, মোহাম্মদ জয়নাল আহমেদ, মোহাম্মদ মৌলা আফতাব, ফাউন্ডার্স ট্রাষ্টি ময়নুল হক চৌধুরী,ফয়সল মুরাদ সাজ্জাদ,,আব্দুর রকির, ফাউন্ডার্স ট্রাষ্টি  বাপু মিয়া,মোহাম্মদ  আলকাস মিয়া, আলহাজ্ব আনকার মিয়া,ফাউন্ডার্স ট্রাষ্টি মরহুম গোলাম আবু সালেহ সুয়েব এন্ড পরিবার, কবি কাজল রশিদ,আব্দুল মোছাব্বির, শামীম আহমেদ কুরুরী,

সাজ্জাদুর রহমান, সুয়েবুর রহমান ইমন,কে এম আবু তাহের চৌধুরী ,হেলেন ইসলাম, আব্দুল হান্নান,  শামসুল ইসলাম, মাহমুদ মিয়া, তজমুল হোসেইন , আব্দুল আজিজ মউজ, শামসুল ইসলাম, জাহানারা বেগম, লিলি বেগম,আনকার মিয়া,আব্দুস শহীদ, জলাল মিয়া, মোঃ কামরুজ্জামান এন্ড আব্দুল ওয়াদুদ ফাউন্ডেশন , ছালামতপুর, শাহ তসলিম আলী,

Manual2 Ad Code

মরহুম সুরুক মিয়া পরিবার, ফাউন্ডার্স ট্রাষ্টি আব্দুল কাদির আবুল, আলহাজ্ব আব্দুল কাদির, উলুয়াইল, কাডিফ,,জলাল মিয়া, বেলাল মিয়া,ফাউন্ডার্স ট্রাষ্টি মরহুম নুরুল আলম চুনু পরিবার, মাহবুব আলম শামীম, ফাউন্ডার্স ট্রাষ্টি মরহুম মিয়া মনিরুল আলম পরিবার,মাহবুবুর রহমান বুলবুল,সাচ্চু জামাদার,

আলহাজ্ব রেনু মিয়া, মুহিবুর রহমান মুহিব, লিটন চৌধুরী, ফাউন্ডার্স ট্রাষ্টি মোহাম্মদ বাদশাহ মিয়া, ফয়েজ উদ্দিন লুইস, লুবান মিয়া, মোহাম্মদ জাকারিয়া,ফাউন্ডার্স ট্রাষ্টি কাউন্সিলার জুছনা ইসলাম, মোহাম্মদ আলমগীর, আব্দুল মোয়াইমিন মিয়া,

শাব্বির করিম, আব্দুল নূর মোহন, আব্দুল মজিদ,আলহাজ্ব ফরুক মিয়া, কাউন্সিলার মুজিবুর রহমান জসিম, ফাউন্ডার্স ট্রাষ্টি সুমন তরফদার,  মরহুম আনকার আহমদ পরিবার,সাচ্চু আহমেদ, ও ফাউন্ডার্স ট্রাষ্টি রহিম মিয়া,। পরিশেষে  কচুয়া  আল- মনসুর হাউসে অনুষ্ঠিত  ইফতার মাহফিলে ফাউন্ডেশন এর বাংলাদেশ টিমের সদস্যবৃন্দ সহ এলাকার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code
Manual7 Ad Code