Sharing is caring!

সিলেট ডেস্ক:
শ্রমিক মজলিস সিলেট জেলা ও মহানগর শাখা ২০২৫-২৬ সেশনের কমিটি কবি মতিউল ইসলাম মতিনকে সিলেট জেলা সভাপতি ও মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক এবং মাওলানা মুহাম্মদ আব্দুর রহিমকে মহানগর শাখার সভাপতি ও সহুল আহমদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে দু’টি কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (১৮ মে) বিকেল ৩টায় সিলেট নগরীর হাওয়াপাড়াস্থ একটি অডিটরিয়ামে শ্রমিক মজলিস সিলেট জেলা শাখার বিদায়ী সভাপতি মো. আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক আব্দুল করিম।
সিলেট মহানগর শ্রমিক মজলিসের বিদায়ী সভাপতি মাওলানা সেলিম আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সহ সভাপতি আব্দুল হান্নান তাপাদার, জেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা দিলওয়ার হোসাইন, যুব মজলিস জেলা সমাজ কল্যাণ সম্পাদক কে.এম রায়হান।
অনুষ্ঠানে উপস্থিত সকলের সম্মতিক্রমে কবি মতিউল ইসলাম মতিনকে সিলেট জেলা সভাপতি ও মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক এবং মাওলানা মুহাম্মদ আব্দুর রহিমকে মহানগর শাখার সভাপতি ও সহুল আহমদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে শ্রমিক মজলিস সিলেট জেলা ও মহানগর শাখার ২০২৫-২৬ সেশনের কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক মো. আব্দুল কাইয়ুম, সিলেট মহানগরের সাবেক সভাপতি মাওলানা সেলিম আহমদ, মো. আবুল কাশেম, জসিম উদ্দিন, সাহেদ আহমদ, আব্দুল কুদ্দুস, ডা. এনামুল হক, আলিম উদ্দিন, সালেহ আহমদ রাজু, রুহুল আমিন শিকদার, রায়হান আহমদ প্রমুখ বক্তব্য রাখেন।