আজ বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মাস্ক পরিহিতদের গ্রেপ্তারের নির্দেশ ট্রাম্পের

editor
প্রকাশিত জুন ৯, ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ণ
মাস্ক পরিহিতদের গ্রেপ্তারের নির্দেশ ট্রাম্পের

Oplus_16908288

Sharing is caring!

আন্তর্জাতিক ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে চলমান বিক্ষোভে মাস্ক পরা বিক্ষোভকারীদের গ্রেপ্তার করতে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে তিনি বলেন, “মাস্কে মুখ ঢেকে রাখা লোকজনদের গ্রেপ্তার করুন, এখনই।” এর আগে আরেকটি পোস্টে ট্রাম্প জানিয়েছিলেন, বিক্ষোভকালে কেউ মাস্ক পরলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
গত ৬ জুন শুক্রবার লস অ্যাঞ্জেলেসে অবৈধ অভিবাসীদের শনাক্ত করতে অভিযান চালায় ক্যালিফোর্নিয়া পুলিশ ও যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ আইসিই। এ সময় শহরের প্যারামাউন্ট এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় অভিবাসনপ্রত্যাশীরা।
উল্লেখ্য, প্যারামাউন্ট অঞ্চলটিতে লাতিন আমেরিকার দেশ ও মেক্সিকো থেকে আসা অভিবাসীদের বসবাস। এসব মানুষের অধিকাংশেরই বৈধ কাগজপত্র নেই এবং তারা মূলত স্প্যানিশ ভাষায় কথা বলেন।
সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ে শহরের অন্যান্য অংশে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শনিবার লস অ্যাঞ্জেলেসে মোতায়েন করা হয় ন্যাশনাল গার্ডের দুই হাজার সদস্য। সরকারি ভবন রক্ষায় গার্ড সদস্যরা বিভিন্ন ভবনের আশপাশে অবস্থান নিয়েছেন।
এদিকে পরিস্থিতির উন্নতি হয়নি উল্লেখযোগ্যভাবে। বিক্ষোভকারীরা শনিবার থেকে একাধিক গাড়িতে আগুন দিয়েছে। পুলিশ ও ন্যাশনাল গার্ড সদস্যদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ছুড়ছে ও লাঠিচার্জ করছে। এ পর্যন্ত সহিংসতার অভিযোগে দুই শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ। তাদের গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে।সূত্র: এএফপি