আজ শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নাগরপুরে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী ডা.হামিদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

editor
প্রকাশিত জুলাই ৪, ২০২৫, ০৭:৫৩ পূর্বাহ্ণ
নাগরপুরে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী ডা.হামিদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Sharing is caring!

এম.এ.মান্নান,নাগরপুর (টাঙ্গাইল)সংবাদদাতা:
টাঙ্গাইল-৬(নাগরপুর-দেলদুয়ার) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদের উদ্যোগে বৃহস্পতিবার (৩ জুলাই) নাগরপুরের মোকনা ইউনিয়নের পংবাইজোড়ায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
এ ক্যাম্পে বিভিন্ন বয়সী শত শত নারী-পুরুষ চিকিৎসাসেবা নিতে ভিড় করেন। ক্যাম্পে জেনারেল চিকিৎসা, প্রেসার মাপা, শিশু ও নারীদের স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন সেবা প্রদান করা হয়।
চিকিৎসা ক্যাম্পে চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেন একাধিক অভিজ্ঞ চিকিৎসক।মেডিকেল ক্যাম্প পরিচালনায় দায়িত্বে ছিলেন ধলেশ্বরী হাসপাতালের পরিচালক ও এমপি প্রার্থীর ছোট ছেলে ব্যারিষ্টার হাসনাত জামিল। এসময় তিনি বলেন এই ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষ যেন প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য সচেতনতা পায়  সেটাই আমাদের উদ্দেশ্য।ইনশাআল্লাহ আমাদের এই মানবিক উদ্যোগ চলমান রাখবো।
উল্লেখ্য- স্থানীয় মানুষ এই ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্যোগকে সাধুবাদ জানান এবং এমন জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান