Sharing is caring!

এম.এ.মান্নান,নাগরপুর(টাংগাইল)সংবাদদাতা:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় প্রস্তুতি সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) সকালে উপজেলা জামায়াত অফিসে আয়োজিত এ প্রস্তুতি সভায় উপজেলার সকল ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জাতীয় সমাবেশকে সফল করতে বিভিন্ন সাংগঠনিক দিক-নির্দেশনা প্রদান করা হয়। পরে নাগরপুর বাজারসহ উপজেলার গুরুত্বপূর্ণ ইউনিয়ন বাজারসমূহে লিফলেট বিতরণ করা হয়। এছাড়াও সমাবেশের প্রচারের অংশ হিসেবে নাগরপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বড় আকারের পোস্টারও লাগানো হয়।
প্রস্তুতি সভা ও প্রচার গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ, উপজেলা আমীর মাওলানা মো. রফিকুল ইসলাম, আসন পরিচালক মির্জা রাশেদুল হাসান জুয়েল, উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালামসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে সরকারকে জামায়াত ঘোষিত ৭ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান এবং নাগরপুরবাসীকে ১৯ জুলাই ঢাকার ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জাতীয় সমাবেশে অংশগ্রহণ করে তা সফল করার আহ্বান জানান।