আজ সোমবার, ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটে সড়কের পাশ থেকে অজ্ঞাত নবজাতক উদ্ধার

editor
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২৪, ০১:৪৬ অপরাহ্ণ
বাগেরহাটে সড়কের পাশ থেকে অজ্ঞাত নবজাতক উদ্ধার

Sharing is caring!

Manual8 Ad Code

খালিদ হাসান, বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে সড়কের পাশ থেকে বাজারের ব্যাগে রাখা একটি ছেলে নবজাতক উদ্ধার করা হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) আনুমানিক সন্ধ্যা ৬’টার দিকে বাগেরহাট সদর উপজেলার বারাকপুর চুনাখোলা সড়কের পাশ থেকে বাগেরহাট মডেল থানা পুলিশ ও সমাজ সেবা অধিদপ্তর শিশুটিকে উদ্ধার করে। পরে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভর্তি করা হয়েছে। এখন শিশুটি সুস্থ রয়েছে।
এ বিষয়ে স্থানীয় সূত্রে জানা যায়, রাতে চুনো খোলা এলাকায় মোতালেব নামে এক পথচারী বাজারের ব্যাগ থেকে একটি শিশুর কান্নার আওয়াজ পান। এলাকার লোকজনকে সংবাদ দিলে নাজমা নামক এক মহিলা ব্যাগ টিতে একটি নবজাতক দেখতে পান।
এ বিষয়ে বাগেরহাট সদর উপজেলা সমাজসেবা অফিসার আবুল মোকাররম মোহাম্মদ ফজলে এলাহী বলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকতা জানায় একটি অজ্ঞাত নবজাতক পাওয়া গেছে। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছে বাচ্চাটিকে সদর হাসপাতালে ভর্তি করেছি। নবজাতকটি আপাতত এখানে থাকবপ, পরবর্তীতে শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
এ বিষয়ে বাগেরহাট জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার পার্শা সানজানা জানান, একটি অজ্ঞাত নবজাতক কে সমাজসেবা কর্মকর্তা ও পুলিশ সদস্যরা আমাদের কাছে নিয়ে আসে। নবজাতকের ওজন প্রায় আড়াই কেজি। প্রাথমিকভাবে বাচ্চাটি সুস্থ মনে হলেও অভিভাবক না থাকায় তাকে ভর্তি করা হয়েছে।
Manual1 Ad Code
Manual7 Ad Code