আজ বুধবার, ৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পুঠিয়ায় ডাব গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

editor
প্রকাশিত আগস্ট ৪, ২০২৫, ০৬:২৫ অপরাহ্ণ
পুঠিয়ায় ডাব গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

Sharing is caring!

মোহাম্মদ আলী,পুঠিয়া প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া পুরাতন ডাকবাংলো এলাকা থেকে মোঃ কাজল (২৭) নামের একজনের লাশ উদ্ধার করেছে পুঠিয়া থানা পুলিশ। নিহত কাজল ঝলমলিয়া এলাকার কামালের ছেলে।
সোমবার (৪ আগষ্ট) সকাল সাড়ে ৬ টার দিকে খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করেন।
স্থানীয় সূত্র জানায়, নিহত কাজলের কিছু নেশার অভ্যাস ছিলো। এবং সে মাঝে মধ্যে একটি গ্যারেজেও গাড়ি ধোয়ার কাজ করতো।  আমাদের ধারণা সে নেশার টাকার জন্যই রাতে বা ভোরের যে কোন সময় তিনি এই ডাক বাংলোর ডাব গাছের ডাব নামাতে এসেছিলো। ডাব গাছ থেকে পড়ার চিহ্ন সেখানে আছে তাই মনে হচ্ছে ডাব গাছে উঠতে গিয়েই তিনি পড়ে ঘটনা স্থলেই মারা যান।
এ বিষয়ে পুঠিয়া থানার কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ধারণা করা হচ্ছে ডাব গাছ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হবে। সেখানে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হবে।