আজ বৃহস্পতিবার, ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

বৃটেনের কার্ডিফ শহরে বিজয় ফুল কর্মসূচির উদ্বোধন,, 

editor
প্রকাশিত ডিসেম্বর ২, ২০২৪, ০৪:১৩ অপরাহ্ণ
বৃটেনের কার্ডিফ শহরে বিজয় ফুল কর্মসূচির উদ্বোধন,, 

Sharing is caring!

Manual3 Ad Code
বদরুল মনসুর,

“ডিসেম্বর মাস, বাংলাদেশের বিজয়ের মাস। বিশ্বের যেখানেই থাকুন, বিজয়ের মাসে বিজয়ফুল পরুন, বিজয়ের গৌরবে সমুন্নত থাকুন এবং একাত্তরের শহীদদের স্মরণ করুন আর বাংলাদেশের বিজয়কে বুকে ধারণ করুন’ এই স্লোগানের মাধ্যমে ও  দীপ্ত শপথে  ডিসেম্বর মাসের ১ থেকে ১৬ তারিখ পর্যন্ত বিশ্বের সর্বত্র মুক্তিযুদ্ধের গল্পবলা এবং প্রতিদিন বিজয়ফুল পরার আহ্বান জানিয়ে প্রতিবছরের মতো এবারও শুরু হয়েছে বিজয়ফুল কার্যক্রম।

Manual5 Ad Code

যুক্তরাজ্যের  বিভিন্ন শহরের  ন্যায় ওয়েলসের রাজধানী কার্ডিফে বিজয়ফুল কর্মসূচি-২০২৪ ইংরেজির শুভ উদ্ভোধন ঘোষণা করা হয়েছে।

Manual8 Ad Code

প্রতি বছরের মতো কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার সেন্টারে ১লা ডিসেম্বর রোববার দূপুর ২ ঘটিকায় বিজয়ফুল কর্মসূচির ইউকে ওয়েলসের উজ্জীবক ও  গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনার  সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর এর পরিচালনায় বিপুল উৎসাহ–উদ্দীপনায় ‘মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি’ দেশাত্মবোধক গানের মাধ্যমে একে অপরকে বিজয়ফুল পরানোর মধ্য দিয়ে বিজয়ফুল কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন ৭১ এর বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হান্নান শহীদুল্লাহ্।

বিজয়ফুল কর্মসূচি-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে কার্ডিফের স্কুল ছাত্র ছাত্রীদের মাঝে ও বিভিন্ন গ্রোসারি শপ ও রেষ্টুরেন্ট – টেকওয়ে নানা ব্যাবসা প্রতিষ্ঠানে ঘুরে ঘুরে মানুষের মাঝে বিজয় ফুল পরিয়ে দেওয়া হয়েছে।

কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠিত মহতি পোগ্রামে বক্তব্য রাখেন কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক কমিউনিটি সংগঠক আসকর আলী, গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার, কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এর ডিরেক্টর শফিক মিয়া,গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে সাউথ ওয়েলসের কনভেনার মুজিবুর রহমান, সদস্য সচিব রকিবুর রহমান, নজির উদ্দিন, মাহমুদ হোসেইন, ও মাহমুদ চৌধুরী সহ প্রমুখ নেতৃবৃন্দ।

আগামী ১৬ ই ডিসেম্বর সোমবার বেলা দেড় ঘটিকায় কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার সেন্টারে মহাণ বিজয় দিবসের আলোচনা সভা,মধ্যাহ্ন ভোজ ও বিজয়ফুল কর্মসূচি-২০২৪ এর সমাপনী অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরুধ জানানো  হয়েছে।।

“মুক্তিযুদ্ধের অনন্য স্মারক বিজয় ফুলকে স্বাগত জানাতে ডিসেম্বরের ১ থেকে ১৬ বিজয়ফুল পরুন, বিজয়কে বুকে ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হওয়ার আহবান জানিয়ে বিজয়ফুল কর্মসূচির ইউকে ওয়েলসের উজ্জীবক ও

Manual1 Ad Code

কার্ডিফ শাহজালাল বাংলা  স্কুল পরিচালনা কমিটির সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুর বলেন, বহির্বিশ্বে বসবাসরত বাংলাদেশিদের কাছে বিজয়ফুল হয়ে উঠেছে মুক্তিযুদ্ধের প্রতীক।

Manual1 Ad Code

বিজয়ফুল তৈরির সময়ে একটি ক্রিয়েটিভ কর্মকাণ্ডের মাধ্যমে ছেলেমেয়েদের কাছে আমাদের মুক্তিযুদ্ধের গল্প বলার সুযোগটা পাওয়া যায়। বিজয়ফুল একটা উপলক্ষ। বাচ্চারা বিজয়ফুল তৈরি করার সময় একজন মুক্তিযোদ্ধা পাশে বসে মুক্তিযুদ্ধ ও যুদ্ধ জয়ের গল্প শোনান। এতে নতুন প্রজন্মের কাছে একাত্তরের বার্তা পৌঁছে যায়। ছেলেমেয়েরা যখন নিজ হাতে পাঁচটি সবুজ পাপড়ি ও একটি লাল গোলকের সম্মিলনে ফুল তৈরি করে, তখন তাদের শেখানো হয় মাঝখানের বৃত্ত আমাদের বিজয়ের লাল সূর্য, আর পাঁচটি পাপড়ির মাধ্যমে আমাদের ধর্মনিরপেক্ষতা—নানা ধর্মের মানুষের সহমর্মিতা, আমাদের মৌলিক অধিকার, দেশের নদী, সবুজ প্রকৃতি ইত্যাদি। তাই বিজয়ফুল বানানোর সময় নতুন প্রজন্মের সামনে গোটা বাংলাদেশের চিত্র ফুটে ওঠে। বিজয়ফুল শুধু লন্ডনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতি ডিসেম্বরে বহু বাঙালি বুকে বিজয়ফুল পরেন, হৃদয়ে বিজয়ের চেতনা ধারণ করেন।

সংবাদদাতা; বদরুল মনসুর,

কার্ডিফ, ওয়েলস, ইউকে,

২ রা ডিসেম্বর ২০২৪।

Manual1 Ad Code
Manual7 Ad Code