আজ বৃহস্পতিবার, ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

কাল বিকেল ৫ টায় হিরো আলমের জানাজা, ঘোষণা দিলেন হিরো আলম নিজেই

editor
প্রকাশিত আগস্ট ১২, ২০২৫, ০৩:৪২ অপরাহ্ণ
কাল বিকেল ৫ টায় হিরো আলমের জানাজা, ঘোষণা দিলেন হিরো আলম নিজেই

Oplus_16908288

Sharing is caring!

সদরুল আইনঃ
দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম এবার নিজের জানাজার ঘোষণা দিয়েছেন।
কয়েক মাস ধরে তার স্ত্রীকে ঘিরে বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনায় ছিলেন তিনি। এরই মাঝে হিরো আলম নতুন অভিযোগ করে জানান, তার স্ত্রী রিয়া মনি কক্সবাজারে রাত কাটাচ্ছেন প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে।
গত বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল থেকেই ফেসবুকে একাধিক পোস্ট দিয়ে বিষয়টি জানান হিরো আলম। এরপর রিয়া মনি জানান, তিনি হিরো আলমকে তালাক দিয়েছেন।
মূলত সেসব ঘটনার প্রেক্ষিতেই মঙ্গলবার (১২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এ কনটেন্ট ক্রিয়েটর।
সেখানে তিনি লেখেন, রিয়া মনি মিথ্যা কথা বলে। তালাক আর পরকীয়া মেনে নিতে পারলাম না। হিরো আলম ওষুধ খেয়ে মরে না।
তিনি আরও লেখেন, আজকে সত্যি সত্যি মারা যাব। রিয়া মনির ভালোবাসা মিথ্যে ছিল- মেনে নিতে পারলাম না। রিয়া মনিকে কত ভালোবাসি- আজকে নিজেকে শেষ করে বুঝিয়ে দেব।
আমি রিয়াল (সত্যি) ছিলাম। কাল বিকেল ৫টায় জানাজা আমার নিজ বাসায়।