আজ বৃহস্পতিবার, ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে মন্দিরে চুরির মালামালসহ আটক-১

editor
প্রকাশিত আগস্ট ১২, ২০২৫, ০৩:৪৫ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে মন্দিরে চুরির মালামালসহ আটক-১

Sharing is caring!

তিমির বনিক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় দুর্গা মন্দির থেকে প্রতিমার কাপড়,অলংকার ও অন্যান্য সামগ্রী চুরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে,গত সোমবার ১১ই আগস্ট ভোররাত ৪টা থেকে সকাল ৬টার মধ্যে শ্রীমঙ্গল উপজেলাধীন জেরিন চা বাগানের ১ নম্বর লাইনের সার্বজনীন দুর্গা মন্দিরে গোপনে প্রবেশ করে মন্দিরের প্রতিমার কাপড়,ককশিটের তৈরি তাজ,ফোমের মালা ও একটি পর্দা চুরি করে নিয়ে যান অভিযুক্ত উপজেলার রাধানগরের বাসিন্দা মৃত আজমত আলীর ছেলে রহমত আলী(৪৩)।
অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে আশিদ্রোন ইউনিয়নের রাধানগরের প্যারাগন রিসোর্টের সামনে থেকে রহমত আলীকে আটক করে। পরে তার কাছ থেকে চুরি হওয়া সামগ্রী উদ্ধার করা হয়, যার মধ্যে রয়েছে:একটি খয়েরি-সাদা রঙের দরজার কাপড়ের পর্দা। চারটি হলুদ,কমলা,খয়েরি ও সবুজ রঙের লাইলনের কাপড়ের টুকরা।দুটি ককশিটের তৈরি প্রতিমার মাথার তাজ।চারটি ফোমের তৈরি গলার মালা।
উদ্ধারকৃত এসব সামগ্রীর আনুমানিক মূল্য প্রায় ৫ হাজার টাকা।
শ্রীমঙ্গল থানার ওসি মোঃ আমিনুল ইসলাম জানান, উদ্ধারকৃত মালামাল জব্দ তালিকার মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।