আজ মঙ্গলবার, ১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

টিলাগাঁও ও রাৎগাও ইউপি স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা

editor
প্রকাশিত আগস্ট ১৮, ২০২৫, ০৩:৩৮ অপরাহ্ণ
টিলাগাঁও ও রাৎগাও ইউপি স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা

Sharing is caring!

তিমির বনিক:
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজারের কুলাউড়া উপজেলাধীন ৯নং টিলাগাঁও ইউপি ও ৮নং রাৎগাও ইউপি স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়।রবিবার (১৭ই আগষ্ট) বিকাল থেকে শুরু করে রাত অব্দি টিলাগাঁও ইউপি পরিষদ কার্যালয়ে এবং চৌধুরী বাজারে পৃথক দুটি ইউপিতে কর্মীসভা অনুষ্ঠিত হয়।
কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউল আলম ভূঁইয়া খোকন এর সভাপতিত্বে ও সদস্য সচিব গিয়াস উদ্দিন মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ। বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও কুলাউড়া সাংগঠনিক টিমের সদস্য আমিরুল ইসলাম সাহেদ, জেলা ও সাংগঠনিক টিমের সদস্য ইব্রাহিম জনি।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র নেতা কমরু আহমেদ,রাৎগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন,সরোওয়ার আলম শিপন,কুলাউড়া উপজেলা যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম লিলেস,যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল অপু,আব্দুর রহমান,গৌরাঙ্গ দেব,টিলাগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের এমএ রহমান,শাহীন আহমেদ,রুহেল আহমেদ,রাৎগাও ইউপি স্বেচ্ছাসেবক দলের রুজেল আহমেদ,শেফুল আহমেদ,জুয়েল আহমেদ প্রমুখ।
০১৭৪৫৯৩৯৪৪৮