তাপস দাশ:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পরিবেশ সচেতনতা ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে শিক্ষার্থীদের মাঝে দৃষ্টান্তমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে ইকোল্যাব ইনিশিয়েটিভের আয়োজনে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় অংশ নেয় বিদ্যালয়ের প্রায় ১২৩ জন শিক্ষার্থী, যারা সক্রিয়ভাবে বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব ও পদ্ধতি শিখে নেয়। শিক্ষার্থীরা শুধুমাত্র তাত্ত্বিক পাঠেই সীমাবদ্ধ থাকেনি, বরং স্কুলের ভেতর ছড়িয়ে থাকা বর্জ্য সংগ্রহ করে তাৎক্ষণিকভাবে বাস্তব অনুশীলনের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেয়। এ সময় তারা পলিথিন ব্যবহার নিরুৎসাহিত করার পাশাপাশি দায়িত্বশীল নাগরিক হিসেবে দৈনন্দিন জীবনে পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলার শপথ নেয়।
কর্মশালায় আলোচকরা বলেন, ঘরে ও স্কুলে সচেতনভাবে বর্জ্য আলাদা করা, পুনর্ব্যবহারযোগ্য উপকরণ পুনরায় ব্যবহার করা এবং অপচনশীল বর্জ্য সঠিকভাবে অপসারণের মাধ্যমে একটি পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা সম্ভব। ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশবান্ধব মানসিকতায় গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকিতুর রহমান, ইকোল্যাব কোঅর্ডিনেটর হাছানুল হক, শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামাল উদ্দিন এবং সমাজকর্মী আবু সাঈদ। বক্তারা শিক্ষার্থীদের উদ্দীপনা ও সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করে বলেন, তরুণ প্রজন্মই আগামী দিনে পরিবেশ রক্ষার অগ্রদূত হয়ে উঠবে।